স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজেদের দ্বিতীয় ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে মাঠে নামছে রংপুর রাইডার্স। মঙ্গলবার (২৩ জানুয়ারি) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে সিলেটকে ব্যাটিংয়ে পাঠান রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান।
সিলেট ও রংপুর দু’দলই হার দিয়ে শুরু করেছে এবারের বিপিএল। নিজেদের প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কাছে হারে সিলেট। অন্যদিকে ফরচুন বরিশালের কাছে হেরে আসর শুরু করে রংপুর। প্রথম জয়ের লক্ষ্যে মাঠে নামবে দু’দল।
রংপুর রাইডার্স: ব্রেন্ডন কিং, রনি তালুকদার, বাবর আজম, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক/অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, শামিম পাটোয়ারি, মেহেদী হাসান, হাসান মাহমুদ, হাসান মুরাদ, রিপন মন্ডল।
সিলেট স্ট্রাইকার্স: নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, ইয়াসির আলী, মোহাম্মদ মিঠুন (উইকেটরক্ষক), দুশান হেমন্ত, বেন কাটিং, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), বেনি হাওয়েল, তানজিম হাসান সাকিব, নাজমুল ইসলাম, রিচার্ড এনগারাভা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।