জুমবাংলা ডেস্ক : সিলেটের খাদিমপাড়া ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতালে জার্মানির তৈরি যন্ত্র সরবরাহ করার কথা ছিল। কিন্তু সেখানে সরবরাহ করা হয়েছে চীনের তৈরি যন্ত্র। সোমবার (২০ জানুয়ারি) দুর্নীতি দমন কমিশন (দুদক) সিলেট আঞ্চলিক কার্যালয়ের অভিযানে প্রতারণার বিষয়টি ধরা পড়েছে। দুপুরে পরিচালিত অভিযানের নেতৃত্ব দেন দুদক সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক আশরাফ উদ্দিন।
অভিযান দল সূত্রে জানা গেছে, খাদিমপাড়া ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতালে ছয়টি যন্ত্র সরবরাহ করার দরপত্র দেওয়া হয়েছিল। দরপত্র অনুযায়ী সেনস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান কার্যাদেশ পায়। কার্যাদেশ অনুযায়ী প্রতিষ্ঠানটির জার্মানির তৈরি যন্ত্র সরবরাহের কথা ছিল। প্রতিষ্ঠানটি পাঁচটি যন্ত্র সরবরাহ করেছে; কিন্তু সেসব যন্ত্র জার্মানির তৈরি নয়—এমন অভিযোগ করা হয়েছিল দুদক সিলেট কার্যালয়ে। অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ অভিযান চালায় দুদক। এ সময় যন্ত্রগুলোর গায়ের স্টিকারে প্রস্তুতকারক দেশ হিসেবে জার্মানি লেখা থাকলেও খোদাই করে লেখা পাননি। ওই লেখাগুলো দুদক কর্মকর্তাদের কাছে নকল মনে হয়েছে।
অভিযান দল সূত্রে আরও জানা গেছে, অস্ত্রোপচারের রোগীকে অজ্ঞান করার কাজে ব্যবহৃত আইসোফ্লুরেন ভ্যাপোরাইজারসহ পাঁচটি যন্ত্রের গায়ে ‘মেড ইন জার্মানি’ লেখা স্টিকার ছিল। এসব স্টিকার নকল বলে প্রমাণ পেয়েছেন অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা।
কর্মকর্তারা আরও জানান, চীনের তৈরি যন্ত্রগুলোর দাম ৫৮ থেকে ৮০ হাজার টাকার মধ্যে। কিন্তু জার্মানির তৈরি যন্ত্রের দাম ২ লাখ ৫০ হাজার টাকা থেকে ৪ লাখ টাকা। সরবরাহকারী প্রতিষ্ঠানটি প্রতারণার আশ্রয় নিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে। অভিযানে দুদক সিলেট আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক জুয়েল মজুমদার, উপসহকারী পরিচালক আল আমিন অংশ নেন।
দুদক সিলেটের সহকারী পরিচালক আশরাফ উদ্দিন বলেন, হাসপাতালটিতে সরবরাহ করা পাঁচটি যন্ত্রের গায়ে লাগানো জার্মানির স্টিকারগুলো নকল—এমন প্রমাণ মিলেছে। এ বিষয়ে অধিকতর তদন্তের জন্য কমিশনে প্রতিবেদন পাঠানো হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।