সুয়েব রানা, সিলেট : আজ সিলেট জেলা পুলিশের স্বাভাবিক দায়িত্ব পালনের পাশাপাশি শৃঙ্খলা রক্ষার্থে জেলা পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত হলো ইউনিটের নিয়মিত ড্রিল “মাস্টার প্যারেড”। প্যারেডে সুসজ্জিত পুলিশ দলের সালামি গ্রহণ করেন সিলেট জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মেহাম্মদ মাহবুবুর রহমান মহোদয়। তিনি প্রতিটি অফিসার-ফোর্সের পোষাক-পরিচ্ছদ ও শৃঙ্খলার বিষয়ে গুরুত্বারোপ করেন। ভালো টার্ন আউট প্রদর্শনকারি পুলিশ সদস্যদের বিধি মোতাবেক জিএস মার্ক (গুড সার্ভিস মার্ক) প্রদান করেন পুলিশ সুপার মহোদয়।
পরে সিলেট জেলার পুলিশ সুপার মহোদয়ের সভাপতিত্বে সকাল ১০.০০ ঘটিকায় সিলেট জেলা পুলিশ লাইনস্থ শহীদ এসপি এম. শামছুল হক মিলনায়তনে সিলেট জেলা পুলিশের কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন পদবির অফিসার ও ফোর্সদের সমস্যার কথা শুনেন ও জেলার আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে এবং অফিসার ফোর্সের সার্বিক কল্যাণে তাদের দাবীর প্রেক্ষিতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়।
পরবর্তীতে জেলা পুলিশ লাইন্স হলরুমে নভেম্বর-২০২৪ মাসের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়। জেলা পুলিশ সুপার মহোদয়ের সভাপত্বিতে সভায় জেলার আইন-শৃঙ্খলা নিয়ে আলোচনা হয়। সভায় জেলার উর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট সার্কেলগণসহ সকল থানার অফিসার ইনচার্জ ও পুলিশ পরিদর্শক (তদন্ত) এবং গুরুত্বপূর্ণ মামলার তদন্তাকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এসময় আইন-শৃঙ্খলা সংক্রান্তে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।