সুয়েব রানা, সিলেট : মহান বিজয় দিবস -২০২৪ উপলক্ষে জৈন্তাপুর উপজেলা প্রসাশনের পক্ষ থেকে জৈন্তাপুর উপজেলা বাসস্ট্যান্ড সংলগ্ন বিজয়স্তম্ভ স্মৃতি বেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
এ সময় উপজেলা প্রসাশনের পাশাপাশি, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড,জৈন্তাপুর মডেল থানা, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আবাসিক প্রকৌশলীর কার্যালয়, পল্লী বিদ্যুৎ সমিতি -২, জৈন্তাপুর বাজার ব্যবসায়ী সমিতি সহ অন্যান্য পেশাজীবি সংগঠনের পক্ষ থেকে স্মৃতি বেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
সোমবার (১৬ই ডিসেম্বর) সূর্যদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে শুরু হয় বিজয় দিবসের আনুষ্ঠানিকতা।
পরে জৈন্তাপুর উপজেলা পরিষদ ও প্রশাসনের পক্ষ থেকে শহীদ স্মৃতি বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া। এ সময় আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মিজ ফারজানা আক্তার লাবনী।
এ সময় অন্যান্যদের মধ্যে পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান সহ মডেল থানা পুলিশের টিম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা শ্রী যাদবময় বিশ্বাস, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদ সহ অন্যান্য মুক্তিযোদ্ধারা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নাজমা বেগম সহ আনসার টিম, ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আল আমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান,
আবাসিক প্রকৌশলী পিডিবি সজল চাকলাদার, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, বিয়াম ডাঃ কুদরত উল্লাহ স্কুলের অধ্যক্ষ আবু সুফিয়ান বিলাল, কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্হাপক হারুনর রশীদ,জৈন্তাপুর পূর্ব বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল হাসিম, সাধারণ সম্পাদক আব্দুল মালেক সহ স্হানীয় গণমাধ্যম কর্মী ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।