জুমবাংলা ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে শেখ হাসিনাসহ বেশ কয়েকজনের প্রতীকী ফাঁসি দেওয়া হয়েছে। সোমবার ছাত্র অধিকার পরিষদের আয়োজনে এ ফাঁসি কার্যকর করা হয়। ফাঁসির মঞ্চের পর্দা উন্মোচন করেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা।
এর আগে রোববার এক সাংবাদ সম্মেলন এ প্রতীকী ফাঁসির ঘোষণা দেন ছাত্র পরিষদ সভাপতি।
শেখ হাসিনার পাশাপাশি জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের প্রতীকী ফাঁসি কার্যকর করা হয়।
এ প্রসঙ্গে বিন ইয়ামিন মোল্লা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কেউ পা হারিয়েছেন, হাত হারিয়েছেন, কেউ চোখ হারিয়েছেন। ভাই তাঁর বোন হারিয়েছেন, পিতা তাঁর সন্তান হারিয়েছেন, মা তাঁর ছেলেকে হারিয়েছেন। তারা কি কেউ কখনও ফিরে আসবে? তাহলে আওয়ামী লীগ কোন যুক্তিতে ফিরে আসতে পারে?
ইয়ামিন মোল্লা বলেন, আওয়ামী লীগ-ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন; তাদের কঠোরতম শাস্তির ব্যবস্থা করতে হবে। আমরা এ গণঅভ্যুত্থানের স্পিরিটের সঙ্গে বেইমানি করব না; করতে পারি না। প্রতীকী ফাঁসি শেষে তিনি বলেন, আওয়ামী লীগ যে কোনো প্রক্রিয়ায় পুনরায় ফিরে আসতে চাইছে। যারা গণহত্যা করেছে, গুম-খুন করেছে, তাদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। তাদের রাজনৈতিক অপতৎপরতা নিষিদ্ধ করতে হবে। তিনি বলেন, আমলাতন্ত্র, ব্যবসা, আইনি– সব অঙ্গন থেকে ফ্যাসিবাদের দোসরদের সমূলে উৎপাটন করতে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।