বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: দেশীয় স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান সিম্ফনি ঈদকে কেন্দ্র করে বাজারে নিয়ে এসেছে নতুন ফোন। সিম্ফনি জেড৪২ নামক নতুন মডেলের ফোনটি একবার চার্জ দিয়ে আনায়াসে ২ দিন ব্যবহার করা যাবে। এর বাজার মূল্য ৯ হাজার ৫৯৯ টাকা।
সিম্ফনি জেড৪২ ফোনে অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড ১১ ব্যবহার করা হয়েছে। ২০:৯ অ্যাসপেক্ট রেশিও’র হ্যান্ডসেটটিতে আছে ৬.৫২ ইঞ্চি ২.৫ডি ইনসেল ভি নচ ডিসপ্লে, যার রেজ্যুলেশন ৭২০×১৬০০ পিক্সেল।
মিডিয়াটেকের প্রিমিয়াম কোয়ালিটির চিপসেট হ্যালিও এ২০ এর সাথে ফোনে ৩ জিবি ডিডিআর ৪ র্যাম এবং ৩২জিবি রম থাকছে, যা মেমোরি কার্ডের মাধ্যমে বাড়ানো যাবে ২৫৬ জিবি পর্যন্ত। দীর্ঘ সময় ব্যবহারের জন্য ফোনটিতে লি-পলিমার ৫০০০ মিলি অ্যাম্পিয়ার নন রিমুভেবল ব্যাটারি যুক্ত করা হয়েছে।
সিম্ফনির এই নতুন ফোনের পেছনের দিকে এআই সিস্টেমের ট্রিপল ক্যামেরা দেওয়া হয়েছে। ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার সাথে দেওয়া হয়েছে ইউএচডি ফিচার মোড, যার মাধ্যমে ৫২ মেগাপিক্সেল ক্যামেরার ছবি তোলা যাবে। সেলফি তুলতে ফ্রন্টে থাকছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা। এছাড়াও ফ্রন্ট এবং ব্যাক দুটি ক্যামেরা দিয়েই পোট্রেইট মোডে ছবি তোলা যাবে।
এছাড়া ফ্ল্যাগশিপের তকমা পাওয়া সিম্ফনি জেড৪২ স্মার্টফোনটিতে রয়েছে মাল্টিফাংশন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
একনজরে ফোনটির স্পেসিফিকেশন
র্যাম: ৩ জিবি, রম ৩২ জিবি
প্রসেসর: মিডিয়াটেকের প্রিমিয়াম কোয়ালিটির চিপসেট হ্যালিও এ২০
ডিসপ্লে: ৬.৫২ ইঞ্চি ২.৫ডি ইনসেল ভি নচ ডিসপ্লে
রেজুলেশন: ৭২০*১৬০০ পিক্সেল
ব্যাটারি: ৫০০০ এমএএইচ
দাম: ৯ হাজার ৫৯৯ টাকা
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.