লাইফস্টাইল ডেস্ক : যেসব পোশাক আমরা পরি কিংবা যেসব পোশাক আমাদের প্রিয় তালিকায় স্থান করে নিয়েছে, তার মধ্যে একটি হলো টি-শার্ট। এটি সব বয়সীদের জন্যই দারুণ মানানসই। এমনকী নারী-পুরুষ যে কেউ পরতে পারেন। সবচেয়ে আরামদায়ক পোশাকের তালিকা করা হলে তার ভেতরে টি-শার্টের নাম শুরুর দিকেই থাকবে। দামের সহজলভ্য বলে এই পোশাক ব্যবহার করতে পারেন যে কেউ-ই।
প্রতিদিন ব্যবহার করা এই পোশাক, এর অনেক বিষয়ই আমাদের চোখ এড়িয়ে যায়। যেমন ধরুন, এতে এই টি-শার্টের নাম কেন টি-শার্টই হলো, এই ‘টি’ এর অর্থ কী তা আমাদের বেশিরভাগেরই অজানা। অথচ এই পোশাক ছোটবেলা থেকেই গায়ে চাপিয়ে আসা। অনেকের কাছ থেকে উপহার পাওয়া যায়, আবার উপহার দেয়াও হয় অনেককে। এর সঙ্গে লেপ্টে থাকা এমন একটি বিষয়ই আমাদের চোখ এড়িয়ে গেছে এতদিন!
টি-শার্টের ‘টি’-এর অর্থ অনেকেই জানতো একটা সময়। তবে সময়ের সঙ্গে সঙ্গে তা ভুলে গেছে বেশিরভাগ মানুষ। নতুন প্রজন্ম এ নিয়ে ভাবার মতো সময়ও পায়নি। দ্য সান ওয়েবসাইটের প্রতিবেদনে প্রকাশ হয়েছে, বর্তমানে অনেকের মধ্যেই সোশ্যাল মিডিয়া সাইটে টিকটক ভিডিও পোস্ট করার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। সেখানেই তারা বলে দিচ্ছে টি-শার্টের ‘টি’-এর অজানা অর্থ। এক্ষেত্রে যারা প্রথমবার এর অর্থ জানছেন, তাদের প্রতিক্রিয়াও গ্রহণ করা হচ্ছে।
টি-শার্টের নাম কেন টি-শার্টই হলে, এই ‘টি’ এর অর্থ কী, এর পেছনে আছে একটি উল্লেখযোগ্য কারণ। যদিও এবিষয়ে বেশ প্রচলিত রয়েছে দুটি তত্ত্ব।
প্রথম তত্ত্বটি খুবই সাধারণ। এটি সম্ভবত সবারই জানা বা বুঝতে পারার কথা। একটি টি-শার্ট নিয়ে সোজা করে তুলে ধরুন অথবা বিছানার ওপর বিছিয়ে দিন। টি-শার্টটির হাতা দু’টি দু’পাশে ছড়িয়ে দিন, এখন খেয়াল করুন এই পোশাকের আকৃতি ইংরেজি অক্ষর ‘টি’-এর মতো হয়ে গেছে। মূলত এ কারণেই একে টি-শার্ট বলা হয়। সাধারণত টি-শার্টে কোনো কলার থাকে না। এর গলার কাট গোল হয়ে থাবে। তবে এটি ছাড়াও টি-শার্টের ‘টি’ নিয়ে অন্য তত্ত্ব প্রচলিত রয়েছে।
এভাবে প্রচলিত রয়েছে যে, একসময় সৈন্যদের পোশাক ছিল টি-শার্ট। কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, টি-শার্ট তৈরির শুরুর দিকটাতে কোনো কোনো দেশের সৈন্যরা প্রশিক্ষণের জন্য সেগুলো পরতেন। নিজেদের ইউনিফর্মের নীচে টি-শার্ট পরার রীতি ছিল কিছু সেনা বাহিনীতে। পাশাপাশি, টি শার্ট পরে তারা শারীরিক প্রশিক্ষণও নিতেন। যে কারণে এই পোশাককে ‘ট্রেনিং শার্ট’ বা টি-শার্ট বলা হতো। মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ১৯১৩ সালের দিকে সৈন্যদের জন্য টি-শার্ট তৈরি করা শুরু করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।