সাকিব আল হাসানকে আগেই ছাড়িয়ে গিয়েছিলেন। এবার নিউজিল্যান্ডের পেসার টিম সাউদিকে পেছনে ফেললেন মোস্তাফিজুর রহমান। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে তাকে টপকে বিশ্বরেকর্ড গড়েছেন বাংলাদেশের ‘কাটার মাস্টার’।
অবসরে যাওয়ার আগে ১২৬ টি-টোয়েন্টি ম্যাচের ১২৩ ইনিংসে ২৭৫৩টি বল করে ১১৩৮টি ডট দিয়েছেন কিউই পেসার সাউদি। সংক্ষিপ্ত ফরম্যাটে এতদিন এটাই ছিল সর্বোচ্চ ডটের রেকর্ড। শুক্রবার (৩ অক্টোবর) আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে মোস্তাফিজ তার চেয়ে ৩ ডট বলে পিছিয়ে ছিলেন।
আফগানদের বিপক্ষে ৭টি ডট দিয়ে কিউই পেসারকে পেছনে ফেলে বিশ্বরেকর্ডটি এখন নিজের দখলে নিলেন ফিজ। এ রেকর্ডটি আবার তিনি ভাঙলেন সাউদির তুলনায় কম ইনিংস ও কম বল করে। ১২০ ইনিংসে ২৬১৬টি বল করে মোস্তাফিজের ডট ১১৪২।
তবে উইকেটসংখ্যায় এখনো মোস্তাফিজের চেয়ে এগিয়ে রয়েছেন সাউদি। তাকে পেছনে ফেলতে অবশ্য আর মাত্র ১৩ উইকেট প্রয়োজন বাংলাদেশ পেসারের। ১৫২ উইকেট নিয়ে বর্তমানে আন্তর্জাতিক টি-টোয়েন্টির তৃতীয় সেরা শিকারি টাইগার পেসার। ১০৫ ম্যাচে ১৭৯ উইকেট নিয়ে শীর্ষে রয়েছেন আফগানিস্তানের রশিদ খান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।