বিশ্বে ট্যাবলেট পিসি বিক্রি নিয়ে দুঃসংবাদ

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: করোনা মহামারীর দুই বছর এবং করোনা-উত্তর চাঙ্গা বিক্রি পেরিয়ে ট্যাবলেট পিসি বিক্রিতে শ্লথগতি দেখা যাচ্ছে। চলতি বছরের প্রথম প্রান্তিকে বৈশ্বিক ট্যাবলেট পিসি বিক্রি বছরওয়ারি ২ দশমিক ৮ শতাংশ কমে ৩ কোটি ৮৫ লাখ ৯৫ হাজার ইউনিটে দাঁড়িয়েছে। ক্যানালিসের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ডাটা বিশ্লেষক প্রতিষ্ঠান ক্যানালিসের প্রতিবেদনে বলা হয়, জানুয়ারি-মার্চ প্রান্তিকে অ্যামাজনের বিক্রি বেড়েছে ৩ দশমিক ৩ শতাংশ। এতে ট্যাব বাজারে অ্যামাজনের হিস্যা ৮ দশমিক ৭ থেকে বেড়ে ৯ দশমিক ২ শতাংশে দাঁড়িয়েছে। ফায়ার সিরিজের বিভিন্ন ট্যাবলেটে ডিসকাউন্টের কারণে অ্যামাজনের বিক্রি বেড়েছে।

বিশ্বব্যাপী ট্যাব বিক্রিতে শীর্ষস্থান ধরে রেখেছে অ্যাপল। গত প্রান্তিকে অ্যাপলের ট্যাব বিক্রি হয়েছে ১ কোটি ৪৮ লাখ ৮০ হাজার ইউনিট। ২০২১ সালের প্রথম প্রান্তিকের তুলনায় যা কমেছে ২ শতাংশ। ট্যাব বাজারে অ্যাপলের হিস্যা ছিল ৩৮ দশমিক ৬ শতাংশ।

দ্বিতীয় স্থানে থাকা স্যামসাংয়ের ট্যাব বিক্রি ১ দশমিক ৭ শতাংশ কমে ৭৮ লাখ ৬০ হাজার ইউনিটে দাঁড়িয়েছে। এতে দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রযুক্তি জায়ান্টটির বাজার হিস্যা দাঁড়িয়েছে ২০ দশমিক ৪ শতাংশ। লেনোভোকে হটিয়ে তৃতীয় স্থানে উঠে আসা অ্যামাজনের ট্যাব বিক্রি হয়েছে ৩৫ লাখ ৬৮ হাজার।

অ্যামাজন বাদে শীর্ষ পাঁচে থাকা সব ট্যাব বিক্রেতারই বিক্রি কমেছে। তবে সব কোম্পানির বিক্রি হ্রাসের হার সমান নয়। ট্যাব বিক্রিতে সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে চীনা কোম্পানি হুয়াওয়ে ও লেনোভো। দুই কোম্পানির বিক্রি কমেছে যথাক্রমে ২১ দশমিক ৭ ও ২০ শতাংশ।

শুধু ট্যাব বাজারই নয়, সার্বিক পিসি বাজারে প্রথম প্রান্তিকে শ্লথগতি দেখা দিয়েছে। মহামারীর শুরুতে ঘরে থেকে কাজ ও ক্লাসের ফলে পিসি বিক্রিতে যে চাঙ্গা ভাবের সূচনা হয়েছিল, জানুয়ারি-মার্চ প্রান্তিকে তা শ্লথ হতে শুরু করেছে। ক্যানালিসের প্রতিবেদনে বলা হয়, প্রথম প্রান্তিকে সার্বিক ল্যাপটপ ও পিসি বাজার ২০২১ সালের একই প্রান্তিকের তুলনায় ২ দশমিক ৯ শতাংশ সংকুচিত হয়েছে। ২০২২ সালের প্রথম প্রান্তিকে বৈশ্বিক পিসি বিক্রি হয়েছে ১১ কোটি ৮১ লাখ ইউনিট। ক্রোমবুক বিক্রিতে সবচেয়ে বড় পতন দেখা গেছে। ২০২১ সালের প্রথম প্রান্তিকের রেকর্ড বিক্রির তুলনায় গত প্রান্তিকে ক্রোমবুক বিক্রি ৬০ শতাংশ কমে ৪৯ লাখ ইউনিটে দাঁড়িয়েছে। গত প্রান্তিকে সর্বোচ্চ ৮২ শতাংশ ক্রোমবুক বিক্রি কমেছে এইচপির। এ সময়ে মাত্র ৭ লাখ ৭৫ হাজার ইউনিট ক্রোমবুক বিক্রি করেছে মার্কিন পিসি নির্মাতা জায়ান্টটি। যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি অগ্রসর অর্থনীতিতে শিক্ষা খাতে ক্রোমবুকের চাহিদা কমায় প্রভাব পড়েছে বৈশ্বিক বিক্রিতে।

ক্যানালিসের বিশ্লেষক হিমানি মাক্কা বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও চীনে নতুন করে লকডাউনের ফলে সামনের দিনগুলোও ট্যাব বাজারের জন্য সুবিধার মনে হচ্ছে না। চলমান সরবরাহ চেইন সংকটের কারণে গত বছরের চতুর্থ প্রান্তিকের ক্রয়াদেশের ডেলিভারি দ্বিতীয় প্রান্তিক পর্যন্ত প্রলম্বিত হতে পারে।

তিনি আরো বলেন, অঞ্চল হিসেবে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ট্যাবলেট পিসি বিক্রিতে চাঙ্গা ভাব দীর্ঘায়িত হবে। উদাহরণস্বরূপ, ভারতের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য ট্যাব সরবরাহ করা হচ্ছে। অল্প খরচে ডিজিটাল শিখন প্রক্রিয়ায় সংযুক্ত থাকার ক্ষেত্রে ট্যাব উন্নয়নশীল ও উদীয়মান দেশগুলোয় জনপ্রিয় হয়ে উঠছে।

টুইটারের নতুন ফিচারে যা থাকছে