বিনোদন ডেস্ক : বলিউডের অন্যতম ব্যবসাসফল ও প্রচন্ড জনপ্রিয় একটি সিনেমা ফ্র্যাঞ্চাইজি ‘হেরা ফেরি’। শুধু ‘হেরা ফেরি’ নয়, এর অন্যতম চরিত্র রাজু (অক্ষয় কুমার), শ্যাম (সুনীল শেঠি) এবং বাবুরাও (পরেশ রাওয়াল) চরিত্রগুলোও ভারতীয় সিনেমার সবচেয়ে বড় ব্র্যান্ডগুলোর মধ্যে অন্যতম। তাই সিনেমাটির তৃতীয় পর্ব ‘হেরা ফেরি ৩’ ঘিরে উন্মাদনার শেষ নেই সিনেমাপ্রেমীদের। এটা নিশ্চিত হয়েছে সিনেমাটির নির্মাণকাজ শুরু হতে যাচ্ছে শিগগিরই।
এমনকী পরিচালক হিসেবে ফিরছেন কমেডি কিং প্রিয়দর্শন। থাকছে হেরা ফেরি ত্রয়ী অক্ষয়-সুনীল ও পরেশ। তবে গুঞ্জন শোনা যাচ্ছে, হেরা ফেরিতে ফিরতে পারেন টাবুও!
‘হেরা ফেরি’ সিরিজের তৃতীয় কিস্তির প্রধান অভিনেতাদের সম্ভাব্য পুনর্মিলন নিয়ে চলমান আলোচনার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন টাবু। অভিনেত্রী ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করেছেন, যা ইঙ্গিত দেয় যে তিনি এই সিনেমায় যুক্ত হতে পারেন।
তিনি লিখেছেন, ‘অবশ্যই আমাকে ছাড়া কাস্ট সম্পূর্ণ হবে না!’ সেই পোস্টে প্রিয়দর্শনকে মেনশনও করেন অভিনেত্রী।
টাবুর সেই পোস্টের পরই জল্পনা শুরু হয়। হেরা ফেরির দর্শকরা অক্ষয়দের সঙ্গে টাবুর প্রত্যাবর্তনকেও স্বাগত জানাতে প্রস্তুত। তবে প্রথম পর্বে টাবু যে অনুরাধা চরিত্রে ছিলেন, দ্বিতীয় কিস্তিতে সেই অনুরাধার মৃত্যুর বিষয়টি তুলে ধরা হয়।
তাহলে টাবু ফিরবেন কিভাবে, এমন প্রশ্নও সামাজিক মাধ্যমে ঘুরতে দেখা গেছে। এখন নির্মাতারাই বলতে পারবেন, তৃতীয় কিস্তিতে ঘরের মেয়ে ঘরে ফিরবেন কিনা!
সম্প্রতি পিঙ্কভিলার প্রতিবেদন থেকে জানা গেছে, অক্ষয় কুমার, সুনীল শেঠি এবং পরেশ রাওয়াল ২০২৫ সালের ডিসেম্বর থেকে ‘হেরা ফেরি ৩’-এর প্রথম পর্বের শুটিং শুরু করবেন। প্রতিবেদনে বলা হয়েছে যে পরিচালক প্রিয়দর্শন বর্তমানে ‘ভূত বাংলা’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত এবং ২০২৫ সালের জুনের মধ্যে এর সম্পাদনা, ভিএফএক্স এবং পোস্ট-প্রোডাকশন চূড়ান্ত করার পরিকল্পনা করছেন। এরপর হেরাফিরি পুরোদমে শুরু করবেন তিনি। ২০২৬ সালে মুক্তি পাবে সিনেমাটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।