বিনোদন ডেস্ক : নির্মাতা ফারহান আক্তার ২০২১ সালের আগস্টে ‘জি লে জারা’ নামের সিনেমা নির্মাণের ঘোষণা দেন। মেয়েদের রোড ট্রিপের গল্পের এই সিনেমায় অভিনয় করার কথা রয়েছে প্রিয়াঙ্কা চোপড়া, ক্যাটরিনা কাইফ ও আলিয়া ভাটের।
তাই সিনেমাটি নিয়ে ভক্তদের মধ্যে আগ্রহ চরম। কিন্তু এখনও শুরু হয়নি সিনেমাটির প্রোডাকশনের কাজ! চলতি বছরের জুলাই বা আগস্টের শুরুতে শুটিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ভারতীয় সংবাদমাধ্যমের খবর, এই সময়ে শুটিং শুরু হচ্ছে না।
একইসঙ্গে তিন অভিনেত্রীর শিডিউল নিয়েও নাকি সমস্যা রয়েছে। এই কারণেই ‘জি লে জারা’র প্রোডাকশনের কাজ জুলাইতে শুরু হচ্ছে না।
‘জি লে জারা’র মাধ্যমেই দীর্ঘদিন পর বলিউডের সিনেমায় ফিরবেন প্রিয়াঙ্কা চোপড়া। পরিচালক ফারহানকে তিনি আগেই হুঁশিয়ারি দিয়ে রেখেছেন, সিনেমাটিতে যেন দার নাচের সুযোগ থাকে।
জোয়া আখতার, ফারহান আখতার এবং রীমা কাগতি ‘জি লে জারা’র চিত্রনাট্য লিখেছেন। সিনেমাটির প্রযোজনার দায়িত্বে থাকছেন রীমা, জোয়া, রীতেশ সিধওয়ানি এবং ফারহান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।