বিনোদন ডেস্ক : জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান চুপিসারে বিয়ে করেছেন। বছরের শুরুতেই এই সুখবরটি প্রকাশ পেলে, তাহসানের ভক্ত-অনুরাগীদের মধ্যে চমক সৃষ্টি হয়েছে। গণমাধ্যমকে বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন তাহসান নিজেই। কোনো পূর্বাভাস বা গুঞ্জন ছাড়াই এই সুখবর পাওয়ায় অনেকেই বিস্মিত হয়েছেন।
তাহসান যাকে বিয়ে করেছেন, তার নাম রোজা আহমেদ। কিন্তু, কে এই রোজা আহমেদ? তিনি একজন গ্লোবাল ইনফ্লুয়েন্সার, এবং তার যাত্রা বরিশালের একটি গ্রাম থেকে শুরু হয়েছিল। তবে কীভাবে তিনি এই সফলতা অর্জন করলেন?
গতকাল তাহসান ও রোজার একটি ছবি প্রকাশ পেলে সবাই শকড হয়ে যায়, কারণ তাদের সম্পর্কের বিষয়ে কেউ কোনো গুঞ্জনই শোনেনি।
রোজা আহমেদ বাংলাদেশের বরিশাল জেলার এক গ্রামের মেয়ে। তিনি কসমেটোলজির উপর পড়াশোনা করেছেন নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে এবং সেখান থেকে কসমেটোলজি লাইসেন্স অর্জন করেন। এরপর তিনি উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করেন। নিউ ইয়র্কের কুইন্সে প্রতিষ্ঠা করেন ‘রোজাস ব্রাইডাল মেকওভার’।
প্রায় দশ বছর ধরে রোজা বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন। তিনি সাজিয়েছেন বাংলাদেশের নামি মডেলসহ অনেক বিখ্যাত ব্যক্তিকেও, যেমন মীম, তিশা, বারিশ হক প্রমুখ।
রোজার বিজনেস পেজ ‘রোজাস ব্রাইডাল মেকওভার’ এর অনুসারী সংখ্যা ৯ লাখেরও বেশি। তবে তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগ অ্যাকাউন্টে খুব কম অনুসারী রয়েছে। রোজার পছন্দের সংগীতশিল্পী খোদ তাহসানই!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।