বিনোদন ডেস্ক : অভিনেতা তাহসান খান বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন। মিথিলার সঙ্গে বিচ্ছিদের ৭ বছর পর রোজা আহমেদকে বিয়ে করতে যাচ্ছেন তাহসান। গণমাধ্যমে এমন খবর প্রচারিত হয়েছে। তবে তাহসান জানিয়েছেন বিয়ে এখনও হয়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে শনিবার সকালে তাহসান ও রোজার ঘনিষ্ঠ ছবি ভাইরাল হয়েছে। তবে তাহসান জানালেন ভিন্ন কথা, বিয়ে এখনো হয়নি। ঘরোয়া এক আয়োজনেই ছবিগুলো তোলা। এগুলো বিয়ের ছবি নয়!
শনিবার (৪ জানুয়ারি) সকালে তাহসান বলেন, ‘এখনো বিয়ে হয়নি। কোনো আনুষ্ঠানিকতাও হয়নি। একটা ঘরোয়া আয়োজন ছিল, সেখানে এ ছবিগুলো তোলা। এ বিষয়ে আজ শনিবার সন্ধ্যায় বিস্তারিত জানাবেন বলে জানিয়েছেন অভিনেতা।
হঠাৎ এই অভিনেতার বিয়ের খবরে ভক্ত-অনুরাগীদের মধ্যে চমকের সৃষ্টি হয়েছে। তাদের মধ্যে কনে রোজাকে নিয়ে কৌতূহল দেখা গেছে।
রোজা আহমেদ সম্পর্কে গণমাধ্যমকে তাহসান জানিয়েছেন, রোজা নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির ওপর পড়াশোনা করেছেন। পড়াশোনা শেষ করে তিনি কসমেটোলজি লাইসেন্স গ্রহণ করেন এবং পরবর্তীতে নিউ ইয়র্কের কুইন্সে রোজাস ব্রাইডাল মেকওভার প্রতিষ্ঠাতা করেন। রোজা একজন উদ্যোক্তা বলেও জানান তাহসান।
জানা গেছে, প্রায় ১০ বছরের বেশি সময় ধরে বাংলাদেশে এবং যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন রোজা আহমেদ। সামাজিক মাধ্যমে রয়েছে তার অসংখ্য অনুসারী এবং নেটিজেনদের কাছেও জনপ্রিয় তিনি।
মেকআপ শিক্ষিকা হিসেবে রোজা নারীদের প্রশিক্ষণ দিয়েছেন এবং অনেককে উদ্যোক্তা হতে সাহায্য করেছেন।
নিউইয়র্ক ইউনিভার্সিটিতে কসমেটোলজির ছাত্রী ছিলেন রোজা। পড়াশোনা শেষ করার পর রোজা কসমেটোলজি লাইসেন্স গ্রহণ করে নিউ ইয়র্কের কুইন্সে ব্রাইডাল মেকওভার প্রতিষ্ঠা করেন। রোজা আহমেদ ২০২৩ সালে নিউইয়র্কে ওমেন ইন্টারপ্রেনার অ্যাওয়ার্ডে ভূষিত হন।
একজন ছাত্রী হিসাবে ২০১৭ সালে বরিশালে উদ্যোক্তা হিসেবে যাত্রা শুরু করেছিলেন রোজা আহমেদ। মেকআপের প্রতি তার আবেগ এবং প্রতিশ্রুতির মাধ্যমে রোজা দ্রুত সারা বাংলাদেশে পরিচিতি লাভ করেন। বিশেষ করে মেকওভার করার জন্য নববধূদের পছন্দের হয়ে ওঠেন।
প্রসঙ্গত, প্রায় ১৮ বছর আগে ২০০৬ সালের ৭ আগস্ট বিয়ের বন্ধনে আবদ্ধ হন তাহসান খান ও অভিনেত্রী মিথিলা। এরপর ২০১৩ সালের ৩০ জুলাই তাদের ঘর আলো করে আসে আইরা তাহরিম খান নামের কন্যা সন্তান। পরে ২০১৭ সালের ৪ অক্টোবর বিচ্ছেদের ঘোষণা দেন তাহসান।
পরে মিথিলা ভারতের চলচ্চিত্র নির্মাতা সৃজিতকে বিয়ে করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।