বিনোদন ডেস্ক : বছরের শুরুতেই সুখবর দিয়েছেন গায়ক-অভিনেতা তাহসান খান। দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেছেন এই তারকা। পাত্রী সুদূর মার্কিন মুলুকের বাসিন্দা রোজা আহমেদ। পেশায় যিনি একজন রূপসজ্জাকর।
তবে বিয়ে নিয়ে এখনো গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি তাহসান এবং রোজা। বরং ফেসবুক পোস্টের মাধ্যমেই বিয়ে নিয়ে ভক্তদের কৌতূহল মেটাচ্ছেন তারা। শনিবার (৪ জানুয়ারি) এক ফেসবুক পোস্টে রোজার সঙ্গে নিজের ছবি পোস্ট করে তাহসান লিখেছিলেন, ‘কোনো এক ছুটির দিনে যখন আমি পিয়ানোতে/আমার সুরে নাচের মুদ্রায়, সেই তুমি কে?/যার ছন্দের মুগ্ধতায় কেটে যাবে বাকিটা জীবন/ধোঁয়া ওঠা চায়ের কাপে, সেই তুমি কে?
এবার তাহসানের স্ত্রী রোজা আহমেদের ফেসবুক পোস্টের মাধ্যমে জানা গেল, বিয়ের আগে তারা পরস্পর বিশেষ ওয়াদা করেছেন!
রোজা তার ফেসবুকে বিয়ের বেশকিছু ছবি প্রকাশ করে লিখেছেন, ‘আমি এমন এক মানুষ খুঁজে পেয়েছি, যে উদার। যে এই সম্পর্কে চেয়েছে বিশ্বাস, শ্রদ্ধা ও বন্ধুত্ব। আর আমিও এগুলোর জন্য প্রতিজ্ঞা করেছি; পাশাপাশি চেয়েছি জীবনের বসতবাড়ি। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ!’
প্রসঙ্গত, রোজা আহমেদ পেশায় মেকওভার আর্টিস্ট। পড়াশোনা করেছেন মার্কিন মুলুকে। নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির ওপর পড়াশোনা করে সেখানেই তিনি প্রতিষ্ঠা করেছেন নিজের প্রতিষ্ঠান। শহরটির কুইন্সে আছে রোজা’স ব্রাইডাল মেকওভার। ১০ বছরের বেশি সময় ধরে তিনি এ পেশায় যুক্ত।
২০০৬ সালের ৭ আগস্ট অভিনেত্রী মিথিলাকে বিয়ে করেন তাহসান। ২০১৩ সালের ৩০ জুলাই তাদের ঘর আলোকিত করে আসে আইরা তাহরিম খান। তবে ২০১৭ সালে তাদের দাম্পত্য সম্পর্কের ইতি ঘটে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।