তাইওয়ানের কিছু অংশ চীনকে দেওয়ার প্রস্তাব ইলন মাস্কের

ইলন মাস্ক

আন্তর্জাতিক ডেস্ক : চীনের সঙ্গে তাইওয়ানের উত্তেজনা নিয়ন্ত্রণ করার কৌশল বাতলে দিয়েছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। তিনি বলেছেন, তাইওয়ানের কিছু অংশের নিয়ন্ত্রণ চীনের হাতে দিয়ে দিলে সমস্যাটির সমাধান হতে পারে।

ইলন মাস্ক

ফিন্যানশিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ইলন মাস্ক বলেছেন, আমার পরামর্শ হলো … তাইওয়ানের জন্য বিশেষ প্রশাসনিক এলাকা চিহ্নিত করতে হবে, তবে এটি সম্ভবত সবাইকে খুশি করতে পারবে না।

সাংহাইয়ে ইলেকট্রিক গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান টেসলার বড় কারখানা রয়েছে।

চীন ও তাইওয়ান ইস্যুতে প্রশ্ন করা হলে এ ধরনের পরামর্শ দিয়েছেন ইলন মাস্ক।

বেইজিং দাবি করে তাইওয়ান তাদের একটি প্রদেশ। তবে তাইওয়ানের দাবি, সেখানকার যাবতীয় সিদ্ধান্ত নেওয়ার অধিকার বসবাসরত ২৩ মিলিয়ন মানুষের রয়েছে।

অনলাইনে জুয়া, নজরদারিতে মোবাইল ব্যাংকিং

গত সপ্তাহে ইউক্রেন ইস্যুতেও বিতর্কিত মন্তব্য করে চরম সমালোচিত হয়েছেন ইলন মাস্ক। ইউক্রেনের কাছ থেকে দখলে নেওয়া ক্রিমিয়ার নিয়ন্ত্রণ পুরোপুরি রাশিয়ার হাতে ছেড়ে দেওয়ার কথা বলেছেন তিনি। এর জেরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কিও ইলন মাস্ককে এক হাত নিয়েছেন।

সূত্র : এনডিটিভি।