আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র তাইওয়ানের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে এফ-১৬ যুদ্ধবিমানের যন্ত্রাংশ ও রাডার সিস্টেম সরবরাহের জন্য ৩২০ মিলিয়ন ডলারের একটি চুক্তি অনুমোদন দিয়েছে। শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
এ চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রের সামরিক মজুদ থেকে প্রয়োজনীয় যন্ত্রাংশ সরবরাহ করা হবে। মার্কিন প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা জানিয়েছে, এই চুক্তি যুক্তরাষ্ট্রের জাতীয়, অর্থনৈতিক এবং নিরাপত্তা স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এটি তাইওয়ানের সশস্ত্র বাহিনী আধুনিকীকরণ এবং প্রতিরক্ষা সক্ষমতা বজায় রাখতে সহায়তা করবে।
তারা আরও জানায়, তাইওয়ানের এফ-১৬ বিমান বহরের কার্যক্ষমতা ধরে রাখতে এ সরঞ্জামগুলো বর্তমান এবং ভবিষ্যৎ হুমকি মোকাবিলায় সহায়ক ভূমিকা রাখবে।
চীন বরাবরই তাইওয়ানকে তাদের ভূখণ্ডের অংশ হিসেবে দাবি করে এবং আন্তর্জাতিক পরিসরে তাইওয়ানকে স্বতন্ত্র রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিরোধিতা করে আসছে। তবে যুক্তরাষ্ট্র কূটনৈতিকভাবে তাইওয়ানকে স্বীকৃতি না দিলেও, তারা তাইওয়ানের প্রধান আন্তর্জাতিক মিত্র এবং সামরিক সহায়তাকারী।
এই চুক্তির আওতায় এফ-১৬ বিমানের যন্ত্রাংশ এবং ‘অ্যাকটিভ ইলেকট্রনিক্যালি স্ক্যানড অ্যারে’ রাডারের যন্ত্রাংশ সরবরাহ থাকবে। তাইওয়ানের যুক্তরাষ্ট্রস্থ প্রতিনিধি অফিস এ চুক্তির আবেদন করে এবং সরঞ্জাম সরবরাহ আগামী বছর শুরু হবে বলে জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এ চুক্তি অনুমোদন করেছে এবং প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা শুক্রবার এ বিষয়ে কংগ্রেসকে আনুষ্ঠানিকভাবে অবহিত করেছে।
চীনের তীব্র আপত্তি সত্ত্বেও, তাইওয়ানের প্রতিরক্ষা শক্তি বাড়াতে যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপ দুই দেশের সামরিক সহযোগিতাকে আরও দৃঢ় করবে বলে ধারণা করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।