বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : তাইওয়ানের ডিজিটাল মন্ত্রণালয় শুক্রবার বলেছে, সরকারি বিভাগগুলির চীনা স্টার্টআপ ডিপসিকের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) পরিষেবা ব্যবহার করা উচিত নয়। কারণ, এই অ্যাপটি চীন থেকে আসায় নিরাপত্তাজনিত উদ্বেগের কারণ হতে পারে।
তাইওয়ান দীর্ঘদিন ধরে চীনা প্রযুক্তি সম্পর্কে সতর্ক ছিল। কারণ বেইজিং দ্বীপটির উপর সার্বভৌমত্বের দাবি করে।
এতে বলা হয়েছে, যেহেতু ডিপসিক চীনা কোম্পানি, তাই তাইওয়নের সরকারি কর্মকর্তা-কর্মীরা এই কোম্পানির পণ্য ব্যবহার করলে গুরুত্বপূর্ণ সরকারি তথ্য চীনে পাচার হওয়ার আশঙ্কা রয়েছে। তাই এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, সরকারি সব দপ্তর, স্কুল-কলেজ ও শিক্ষাকেন্দ্রসহ যাবতীয় রাষ্ট্রয়ত্ত প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্টদের ক্ষেত্রেই এই নিষেধাজ্ঞা কার্যকর করা হবে। একইসঙ্গে যেসব স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান সরকারি তহবিল গ্রহণ করে, সেসব প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মীরাও এর আওতায় পড়বেন।
বাদ পড়ছে মুক্তিযোদ্ধা কোটায় মেডিকেলে আবেদনকারী ৮১ শিক্ষার্থী
প্রসঙ্গত, চীনা কোম্পানি ডিপসিকের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত একট চ্যাটবট সম্প্রতি বিভিন্ন দেশে তোলপাড় তৈরি করেছে। ডিপসিকের নতুন মডেল আর-১ বাজারে আসার পর বিশ্বের অন্যতম বড় চিপ ফার্ম এনভিডিয়ার মার্কেট ভ্যালু ৬০০ বিলিয়ন কমে গেছে।
সূত্র: রয়টার্স
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।