বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : বিশ্বখ্যাত আইফোনের তাইওয়ানের চুক্তিভিত্তিক অংশীদার পেগাট্রোনের বেশির ভাগ শেয়ার কিনে নিচ্ছে ভারতের শিল্পগ্রুপের প্রতিষ্ঠান টাটা ইলেকট্রনিকস।
এ বিষয়ে টাটা ইলেকট্রনিকস এবং পেগাট্রোনের মধ্যে চুক্তি চূড়ান্ত হয়েছে বলে জানা গেছে।
রবিবার (১৭ নভেম্বর) যুক্তরাজ্যের বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানায়।
খবরে বলা হয়, ভারতের শিল্পগ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান টাটা ইলেকট্রনিকস আইফোনের তাইওয়ানের চুক্তিভিত্তিক নির্মাতা প্রতিষ্ঠান পেগাট্রোনের ৬০ শতাংশ শেয়ার কিনে নিচ্ছে। এ বিষয়ে টাটা ও পেগাট্রোনের মধ্যে চুক্তি চূড়ান্ত হয়েছে।
চীনের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের টানাপোড়েন শুরু হওয়ার পর অন্য কোনোদেশে আইফোন নির্মাণের জন্য প্ল্যান্ট তৈরির অংশ হিসেবে ভারতকে বেছে নেয় অ্যাপল করপোরেশন।
ভারতে আইফোন নির্মাণের আরো দুটো প্ল্যান্ট রয়েছে। এর একটির অংশীদার টাটা ইলেকট্রনিক এবং ফক্সকন। পেগাট্রোনের ৬০ শতাংশ শেয়ার কেনার মাধ্যমে টাটা ইলেকট্রনিক তৃতীয় আরেকটি প্ল্যান্ট খুলছে।
এ বিষয়ে রয়টার্সের পক্ষ থেকে টাটা ইলেকট্রনিকস এবং পেগাট্রোনের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তবে জানা গেছে, টাটা ও ফক্সকনের যৌথ উদ্যোগে ভারতের নতুন প্ল্যান্টে ভারত আইফোনের নিত্যকার কাজ করবে এবং ফক্সকন কারিগরি সহায়তা দান করবে।
বর্তমানে এই দুটো কোম্পানি ভারতের কম্পিটিশন কমিশন অব ইন্ডিয়া (সিসিআই)-এর কাছে অনুমোদনের জন্য ফাইল দাখিল করার প্রস্তুতি নিচ্ছে।
টাটা-পেগাট্রোনের প্ল্যান্টের হাজার স্টাফ রয়েছে এবং তারা বছরে ৫ মিলিয়ন (৫০ লাখ) তৈরি করবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।