‘তাজদারে হারাম’ জমে উঠল আতিফ আসলামের ছেলের কণ্ঠেও

আতিফ আসলামের ছেলের কণ্ঠেও

বিনোদন ডেস্ক : কোক স্টুডিওতে বিখ্যাত গায়ক আতিফ আসলামের কণ্ঠে গাওয়া ‘তাজদার-ই-হারাম’ গানটি গেয়ে জনপ্রিয় হয়েছেন তার আট বছরের ছেলে আহাদ আতিফও।

আতিফ আসলামের ছেলের কণ্ঠেও

সোমবার জিও নিউজ এক প্রতিবেদনে জানায়, সোশ্যাল মিডিয়ায় ছেলে আহাদের সাথে আতিফের একটি কনসার্টের ভিডিও ভাইরাল হয়েছে। এতে অনেক মানুষের সামনে আতিফ তার ছেলেকে দিয়ে নিজের গাওয়া জনপ্রিয় গান ‘তাজদারে হারামে’র কয়েকটি লাইন গাইয়ে শুনিয়েছেন।

ভাইরাল ভিডিওতে আতিফকে মঞ্চে তার ছেলের সাথে দেখা গেছে এবং তার ছেলে ‘তাজদারে হারামে’র কয়েকটি লাইন গাইছিল। বাবা-ছেলের এ ভাইরাল ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের কাছে বেশ প্রশংসা পেয়েছে।

নেটিজেনরা বলেছেন, আতিফ আসলামের ছেলে যেভাবে হাজারো মানুষের সামনে আত্মবিশ্বাসের সাথে তাজদার-ই-হারাম গেয়েছে তা প্রশংসনীয়। তাদের কেউ কেউ আতিফ আসলামকে পরামর্শও দিয়েছেন ছেলেকে মিউজিক স্কুলে ভর্তি করানোর।

অ্যান্টার্কটিকায় লুকানো দুনিয়া আবিষ্কার করল বিজ্ঞানীরা

উল্লেখ্য, ২০১৩ সালে সারা ভারওয়ানার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন আতিফ আসলাম। ২০১৪ সালে তাদের ঘর আলোকিত করে আসে প্রথম ছেলে আহাদ আতিফ। এরপর ২০১৯ সালের ২১ ডিসেম্বর দ্বিতীয়বারের মতো আরো এক ছেলের বাবা হন জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম।

সূত্র : জিও নিউজ, ডেইলি জং