টাকার বিনিময়ে বিক্রি হয়ে যাননি এই সেলিব্রেটিরা

সেলিব্রেটিরা

বিনোদন ডেস্ক : মিডিয়া জগতের নামকরা অভিনেতা অভিনেত্রী মানেই টাকার পাহাড়। তবে তাদের এই বিপুল আয়ের একমাত্র উৎস কিন্তু শুধুমাত্র অভিনয় নয়। একথা কমবেশি সকলেই জানেন অভিনয় ছাড়াও খ্যাত নামা ফিল্ম স্টারদের আয়ের অন্যতম উৎস হল বিজ্ঞাপন। বলিউড ছাড়াও দক্ষিণ ভারতের এমন অনেক তারকা রয়েছেন যারা একাধিক পণ্যের বিজ্ঞাপনে নিজেদের মুখ দেখিয়ে কোটি টাকা উপার্জন করে থাকেন।

সেলিব্রেটিরা

পারফিউম হোক কিংবা শেভিং ক্রিম একাধিক বিজ্ঞাপনী পণ্যের ব্রান্ড অ্যাম্বাসাডর হয়ে কোটি কোটি টাকা উপার্জন করে থাকেন একাধিক সেলিব্রেটি। তালিকায় রয়েছে তামাক, গুটখা কিংবা অ্যালকোহলও। শুধুমাত্র অর্থ উপার্জনের জন্য এই যদিও পণ্যের বিজ্ঞাপনেও অংশ নিয়ে থাকেন তারকারা। তবে ভারতীয় সিনেমা জগতে এমন অনেক সেলিব্রেটি রয়েছেন যাদের কাছে নিজেদের নীতি এবং আত্মসম্মান অনেক বেশী। যার জন্য কোটি টাকার বিজ্ঞাপন পর্যন্ত প্রত্যাখ্যান করেছেন তাঁরা। আজ বং ট্রেন্ডের পাতায় এমনই কয়েকজন নামী দামি তারকাদের সম্পর্কে জানানো হল।

১) সুশান্ত সিং রাজপুত
এই তালিকায় প্রথমেই যাঁর নাম রয়েছে তিনি গত প্রায় দুবছর আগেই প্রয়াত হয়েছেন। কিন্তু তিনি আজও জীবিত রয়েছেন তাঁর অসংখ্য ভক্তদের হৃদয়ে। হ্যাঁ, কথা হচ্ছে বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত প্রসঙ্গে। শুধু অভিনেতা হিসাবে নয় মানুষ হিসাবেও বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন সুশান্ত। সেইসাথে তিনি ছিলেন অসাধারণ ব্যাক্তিত্বের অধিকারী।জানা যায় একসময় ১৫ কোটি টাকার চুক্তির প্রস্তাব পেয়েও ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপন করতে অস্বীকার করেছিলেন সুশান্ত। কারণ তাঁর নৈতিক মূল্যবোধের সামনে এই বিপুল অঙ্কের টাকাও ছিল অত্যন্ত কম ।

২) অমিতাভ বচ্চন
এই তালিকায় রয়েছেন বলিউড শহেনশা অমিতাভ বচ্চনও। অনেকেই হয়তো জানেন না একসময় ঠান্ডা পানীয় পেপসির বিজ্ঞাপন করতেন বিগবি। কিন্তু পরবর্তীতে তিনি আচমকাই এই পণ্যের বিজ্ঞাপনে অংশ নেওয়া বন্ধ করে দিয়েছিলেন। এর কারণ হিসাবে জানা যায় একবার জয়পুরের একটি অনুষ্ঠান চলাকালীন এক ছোট্ট পড়ুয়া তাঁকে বলেছিলেন তিনি এমন ঠান্ডা পানীয়ের প্রচার কেন করছেন যাকে তাদের শিক্ষক বিষ বলেন।

৩) আল্লু অর্জুন
এই মুহূর্তে দেশের অসংখ্য তরুণীর ক্রাশ পুষ্পা খ্যাত অভিনেতা আল্লু অর্জুন। জানা যায় একসময় এই অভিনেতাও তামাক কোম্পানির বিজ্ঞাপন প্রত্যাখ্যান করেছিলেন। এই ধরনের বিজ্ঞাপন সমাজের প্রতি ভুল বার্তা দেবে,যা তাঁর ভক্তদের ওপরেও খারাপ প্রভাব ফেলবে। আর এই কারণেই মোটা অঙ্কের বিজ্ঞাপনী প্রস্তাব হাতছাড়া করেছিলেন অভিনেতা।

৪) কারিনা কাপুর
এই তালিকায় রয়েছেন বলিউড ডিভা কারিনা কাপুরও। প্রসঙ্গত করিনা নিজে আমিষ খাবার খান। সম্পুর্ণরূপে শাকাহারী তিনি। তাই তাকে পোল্ট্রি পণ্যের বিজ্ঞাপনের প্রস্তাব দেওয়া হলে তিনি তা সরাসরি নাকচ করে দিয়েছিলেন। জানা যায় এই বিজ্ঞাপনের জন্য করিনাকে কোটি টাকার প্রস্তাবও দেওয়া হয়েছিল।

৫) সাই পল্লবী
এই তালিকায় রয়েছেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সাই পল্লবী। মিডিয়া রিপোর্ট অনুযায়ী খবর ফেয়ারনেস ক্রিমের ক্রিমের বিজ্ঞাপনের জন্য দুই কোটি টাকার প্রস্তাব পেয়েও ফিরিয়ে দিয়েছিলেন অভিনেত্রী।সাই পল্লবী এপ্রসঙ্গে বলেছিলেন এটি আমাদের ভারতীয়দের গায়ের নিজস্ব রঙ। আফ্রিকানদেরও তাদের নিজস্ব রঙ আছে এবং তারাও সুন্দর।

৬) আনুষ্কা শর্মা
বলিউডের নাম করা সেলিব্রেটি যারা কোটি টাকার বিজ্ঞাপনের চুক্তি ফিরিয়ে দিয়েছেন তাদের মধ্যে অন্যতম হলেন বলিউড অভিনেত্রী আনুষ্কা শর্মা।বর্ণবিদ্বেষের বিরোধিতা করে ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপন করতে অস্বীকার করেছিলেন অভিনেত্রী।

মোবাইলে লেনদেনের ক্ষেত্রে প্রতারণা এড়াতে যা করবেন

৭) রণবীর কাপুর
বলিউড হার্টথ্রব রণবীর কাপুর। সদ্য মহেশ কন্যা আলিয়া ভাটের সাথে সাতপাকে বাধা পড়েছেন অভিনেতা। একসময় তাকেও ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপনের প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু এই ধরনের পণ্য যেহেতু বর্ণবিদ্বেষী তাই ওই ফেয়ারনেস ক্রিমের ৯ কোটি টাকার বিজ্ঞাপনী প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন রণবীর।