টাকার জন্য স্ত্রীর গোপন ভিডিও ফাঁস করলেন স্বামী, রইল অন্তরঙ্গ দৃশ্যে ভরা এই ওয়েব সিরিজ

ওয়েব সিরিজ

বিনোদন ডেস্ক : “প্রাইম প্লে”-তে কিছুদিন আগে রিলিজ করা হয়েছে তৃপ্তি বেরা এবং প্রিয়া রায় অভিনীত সাহসী ওয়েব সিরিজ “জাল”।

ওয়েব সিরিজ

বিনোদন জগতে নতুন সংযোজন তথা ওয়েব সিরিজ মানেই বেডসিনে পরিপূর্ণ দৃশ্য। যেখানে কয়েক বছর আগে বিনোদন মানে ছিল বলিউডের হাতে গোনা কয়েকটি সিনেমা, সেখানে ডিজিটাল প্লাটফর্মের হাত ধরে সাহসী ওয়েব সিরিজ হয়ে উঠেছে বিনোদনের সেরা মাধ্যম। করোনা মহামারির কারণে যখন গোটা ফিল্ম ইন্ডাস্ট্রিতে ধস নেমেছিল, তখন ওটিটি প্ল্যাটফর্মের হাত ধরে শুরু হয় ওয়েব সিরিজের পথচলা। যা আজকের দিনে মানুষের বিনোদনের অন্যতম সেরা মাধ্যম হয়ে উঠেছে।

শুরুর দিকে হাতেগোনা কয়েকটি ডিজিটাল প্লাটফর্ম থেকে ওয়েব সিরিজ রিলিজ করা হলেও বর্তমানে প্রতিনিয়ত জন্ম নিচ্ছে একের পর এক ওটিটি প্লাটফর্মের। আর এই সমস্ত ডিজিটাল প্লাটফর্ম থেকে প্রতিদিন রিলিজ করা হচ্ছে একের পর এক ইরোটিক ওয়েব সিরিজ। আর এই সমস্ত ওয়েব সিরিজ গুলি বর্তমানে ঘাম ঝরাছে সোশ্যাল মিডিয়া প্রেমীদের।

| Jaal | Official Trailer Release | Streaming This Friday Only On Primeplay App | Tripti Bera |

তবে অন্যান্য প্লাটফর্মের তুলনায় সাহসী ওয়েব সিরিজ রিলিজ করার দিক থেকে এক ধাপ এগিয়ে গেছে “প্রাইম প্লে” অ্যাপ্লিকেশন। বিগত কয়েক বছরে এই ডিজিটাল প্লাটফর্ম থেকে এমন একাধিক ওয়েব সিরিজ রিলিজ করা হয়েছে, যেগুলি বলিউডের হাই বাজেট সিনেমার চেয়েও অধিক উপার্জন করেছে। আজকের নিবন্ধে আমরা আপনাদের জন্য বর্তমান সময়ের সবচেয়ে বোল্ড ওয়েব সিরিজের গল্প নিয়ে এসেছি।

হাঁটতে গিয়ে বার বার পায়ে খিঁচুনি ধরলে এই রোগটি হতে পারে আপনার

“প্রাইম প্লে”-তে কিছুদিন আগে রিলিজ করা হয়েছে তৃপ্তি বেরা এবং প্রিয়া রায় অভিনীত সাহসী ওয়েব সিরিজ “জাল”। এই ওয়েব সিরিজের কাহিনী নির্মিত হয়েছে একটি দরিদ্র ছেলেকে নিয়ে। যে তার বাবার চিকিৎসার খরচ জোগাড় করতে না পেরে নিজের স্ত্রীর সাথে খোলামেলা দৃশ্য ক্যামেরা বন্দি করে এবং সেটির মাধ্যমে উপার্জন করতে শুরু করে। এরপর ভাইরাল এই ভিডিও থেকে প্রাপ্ত টাকা দিয়ে নিজের বাবার চিকিৎসার খরচ বহন করে ওই ছেলে।