বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার অভিনেতা বিজয় দেবরকোন্ডা। ২০১১ সালে ‘নুবিলা’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করেন। এরপর ‘গীতা গোবিন্দ’, ‘ডিয়ার কমরেড’, ‘অর্জুন রেড্ডি’-এর মতো জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। বর্তমানে দক্ষিণী সিনেমার অন্যতম নায়ক বিজয়।
এখন চলচ্চিত্রের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। কিন্তু এক সময় ১০ হাজার রুপির জন্য যেকোনো কাজ করতে রাজি হয়ে যেতেন এই নায়ক। ফিল্ম কোম্পানিয়নের সঙ্গে আলাপকালে এমন তথ্য জানান বিজয়।
এ সময় বিজয়কে প্রশ্ন করা হয়, ক্যারিয়ারে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অর্থ কতটা ভূমিকা রেখেছে? জবাবে বিজয় বলেন—‘এখন এটা একেবারেই ভূমিকা রাখে না। এখন সেই কাজটি করি যখন বিষয়বস্তু আমাকে উদ্দীপ্ত ও উচ্ছ্বসিত করে। অতীতে অর্থের জন্য অনেক কিছু করেছি। অর্থের জন্য সিনেমা করেছি; সেখানে মিউজিক ভিডিও ছিল। একটি মিউজিক ভিডিওতে কাজ করেছিলাম কারণ আমি একটি বাড়ি কেনার পরিকল্পনা করেছিলাম। কিন্তু ওই সময়ে আমার অর্থের অভাব ছিল।’
এক সময় ১০ হাজার রুপি পারিশ্রমিকেও কাজ করেছেন বিজয়। তা জানিয়ে এই অভিনেতা বলেন—‘একটা সময় ছিল যখন তাড়াহুড়া করতাম। ১০ হাজার রুপির জন্য যেকোনো কাজ করতাম। কারণ এই অর্থটুকু আমার প্রয়োজন ছিল। কিন্তু এখন অর্থ আমাকে নাড়া দেয় না। তবে অর্থের গুরুত্ব নেই তা নয়। এখন যে কাজটি করি তার জন্য পারিশ্রমিক নেই। আমি জানি আমি কি ডিজার্ভ করি এবং তা যদি দেওয়া হয় তাহলে কাজটি করি। তবে আপনি আমাকে অনেক অর্থ দিলেও কাজটি করব না, যদি কাজটি পছন্দ না হয়।’
পুরী জগন্নাথ পরিচালিত ‘লাইগার’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হতে যাচ্ছে বিজয়ের। অ্যাকশন-ড্রামা ঘরানার ‘লাইগার’ সিনেমায় বিজয়কে একজন মিক্সড মার্শাল আর্ট ফাইটারের ভূমিকায় দেখা যাবে। এজন্য কঠোর পরিশ্রম করেছেন তিনি। সিনেমাতে তার পারিশ্রমিক ৩৫ কোটি রুপি। সিনেমাটিতে বিজয়ের বিপরীতে অভিনয় করছেন অনন্যা পান্ডে। সিনেমাটিতে আরো দেখা যাবে বক্সিং কিং মাইক টাইসনকে। করন জোহর প্রযোজিত এ সিনেমা আগামী ২৫ আগস্ট মুক্তির কথা রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।