বিনোদন ডেস্ক : বলিউডের মুখ রেখেছে রণবীর কাপুর ও আলিয়া ভাট অভিনীত সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, অয়ন মুখোপাধ্যায় পরিচালিত সিনেমাটি মুক্তির দশ দিনেই দেশজুড়ে আয় করেছে ২০০ কোটি রুপি। আর বিশ্বব্যাপী তুলে নিয়েছে ৩৬০ কোটি রুপি। এই আয় অনেকদিন পর সুদিন দেখাচ্ছে বলিউডকে।
তবে ব্রহ্মাস্ত্রের এই আয় বলিউডকে সুদিন দেখালেও এ নিয়ে একেবারেই খুশি নন ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমার পরিচালক বিবেক অগ্নিহোত্রী। এ বছরের ১১ মার্চ মুক্তি পেয়েছিল বিবেকের সিনেমা দ্য কাশ্মীর ফাইলস। আর এই সিনেমার মোট সংগ্রহ ৩৪০ কোটিকে ছাড়িয়ে গেছে ব্রহ্মাস্ত্রের আয়। রেকর্ড হাতছাড়া হবার ফলেই হয়তো এবার মাইক্রো ব্লগিং সাইট টুইটারে তোপ দাগলেন পরিচালক বিবেক।
তিনি বলেছেন, ‘আমি জানি না কী ভাবে তারা ‘দ্য কাশ্মীর ফাইলস’কে পেছনে ঠেলেছে। লাঠি, রড, হকিস্টিক… বা একে৪৭ নাকি পাথর? কী দিয়ে? নাকি প্রভাবশালীদের পয়সা খাইয়ে? যে ভাবেই হোক, বলিউডের ছবি একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করুক। আমায় একা থাকতে দিন। আমি সেই বোকা দৌড়ের মধ্যে নেই। ধন্যবাদ।’
দীপিকা থেকে কৃতি শ্যানন, অভিনেত্রীদের নিয়ে পাঁচ তারকার গোপন ইচ্ছার কথা ফাঁস
এ মুহূর্তে বলিউডকে বয়কট করার দাবি ঘিরে বিতর্ক তুঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে। সদ্য মুখ থুবড়ে পড়তে দেখা গেছে আমির খানের ‘লাল সিং চাড্ডা’কে। অন্যদিকে বিবেকের এ ধরনের টুইট এবারই প্রথম নয়। এর আগে তিনি জোরালো কটাক্ষ করেছেন শাহরুখ খান আর সালমন খানকে। বিবেক তাদের প্রসঙ্গে বলেছিলেন, ‘যতদিন বলিউডে কিং, বাদশা আর ভাইজানরা থাকবে, ততদিন এটা ডুববে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।