আন্তর্জাতিক ডেস্ক : দিনমজুর ছেলে আর বৃদ্ধ বাবার গাড়ি ভাড়া করার আর্থিক সংস্থান নেই। ফলে লাশবাহী গাড়ি করে মৃত মায়ের লাশ হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যাওয়ার খরচ জোগাড় করতে পারেননি ছেলে। খবর ইন্ডিয়া ডটকমের।
বাধ্য হয়ে মায়ের লাশ কাঁধে করে অসহায় বৃদ্ধ বাবাকে সঙ্গে নিয়ে পায়ে হেঁটে সেই লাশ বাড়িতে নিয়ে চলছেন ছেলে।
এ অমানবিক ঘটনাটি ঘটেছে ভারতের জলপাইগুড়িতে। বৃহস্পতিবার সকালের দিকে জনবহুল রাস্তায় লাশ বহনকারী বাবা-ছেলের এই করুণ দৃশ্য দেখে অনেকেই থমকে দাঁড়ান, গা শিউরে ওঠেন এলাকাবাসীর।
ছেলের কাঁধে লাশের মাথার দিক, আর বাবার কাঁধে লাশের পায়ের দিক। জেলা হাসপাতাল থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে অবস্থিত প্রত্যন্ত গ্রাম ক্রান্তি নগরডাঙ্গা। ফলে পথ চলতে চলতে মাঝেমধ্যে ক্লান্ত হয়ে লাশ মাটিতে রেখে অবসর নিতেও দেখা যায় তাদের।
রাজ্যের পৌরবিষয়ক মন্ত্রী ফিরহাদ হাকিম জানান, অন্যায় করা হয়েছে। মানুষ হিসেবে কেউ-ই এই অমানবিক কাজ করতে পারে না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।