বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : অবশেষে শুরু হলো টুইটারের ক্রিয়েটরদের জন্য অ্যাড-রেভিনিউ শেয়ারিং প্রোগ্রাম। ইতোমধ্যে প্ল্যাটফর্মটির ব্লু সাবস্ক্রাইবারদের জন্য এটি শুরু হয়েছে। সংবাদমাধ্যম এনগেজেট জানায়, গত ফেব্রুয়ারিতে টুইটারের মালিক ইলান মাস্ক এটির ঘোষণা দেন।
তবে কীভাবে এটি কাজ করবে সে সম্পর্কে তিনি তেমন কিছু জানাননি। তবে সম্প্রতি কিছু হাইপ্রোফাইল ব্যবহারকারী জানান, তারা কিছু ইনকামিং ডিপোজিটের নোটিফিকেশন পাচ্ছেন এবং ইতোমধ্যে একজন ২৪ হাজার ডলার পেয়েছেন বলে দাবি করেছেন বলে জানায় সংবাদমাধ্যমটি।
মাস্ক এক টুইটবার্তায় বলেন, ফেব্রুয়ারিতে দেওয়া আমার প্রতিশ্রুতি অনুযায়ী এটি ক্রমাগত উঠতে থাকবে। টুইটারে একটি সাপোর্ট পোস্টের মাধ্যমে জানা যায়, রেভিনিউ শেয়ারিং-এর এই প্রক্রিয়াটি টুইটারের যারা ব্লু অথবা ভেরিফাইড প্রতিষ্ঠানের সাবস্ক্রাইবার তাদের জন্য প্রযোজ্য হবে।
সেই সঙ্গে তাদের গত তিন মাসে প্রতি পোস্টে অন্তত পঞ্চাশ লাখ ইমপ্রেশন থাকতে হবে। পাশাপাশি সাবস্ক্রিপশন পলিসি মেনে চলতে হবে এবং একজন ব্যবহারকারীর রিভিউ পাস করতে হবে।
টুইটার জানায়, খুব শিগগিরই তারা আবেদনের প্রক্রিয়া জানাবে। সেটা অ্যাকাউন্ট সেটিংসের মনিটাইজেশনে উল্লেখ করা থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।