যশের দিকে তাকালে মনে হয় আমি নিজেকেই দেখি : সঞ্জয়

সঞ্চয়

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। কন্নড় অভিনেতা যশ অভিনীত বহুল প্রতীক্ষিত ‘কেজিএফ: চ্যাপটার টু’ বা ‘কেজিএফ টু’ সিনেমায় অভিনয় করছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে সিনেমাসহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন তিনি।

সঞ্চয়

‘কেজিএফ টু’ সিনেমায় অনেক ভারী পোশাকে শুটিং করতে হয়েছে সঞ্জয় দত্তকে। ক্যানসার থেকে সেরে উঠেই শুটিংয়ে অংশ নিয়েছিলেন। কিন্তু এ নিয়ে কোনো অভিযোগ ছিল না তার। এই অভিনেতা বলেন, ‘এটি ২৫ নাকি ২ কেজি ছিল আমি জানি না। এ বিষয়ে সংশয় রয়েছে। তবে খুবই কঠিন ছিল। অনেক গরম ছিল। কারণ যুদ্ধের পোশাকটি ছিল চামড়ার তৈরি।’

সঞ্জয় বলেন, ‘সিনেমা নির্মাণ মোটেও সহজ কাজ নয়। অনেক বাঁধার মুখে পড়তে হয়। ক্লাইম্যাক্স দৃশ্যের শুটিংয়ের সময় ভারী পোশাক পরতে হয়েছে। এমনকি যশকেও একই পোশাক পরতে হয়েছিল। ধুলোর মধ্যে শুটিং করেছি। তবে কঠিন মনে হয়নি কারণ আমরা এটিকে ভালোবেসে করেছি।’

মৃত্যুর আগে পর্যন্ত অভিনয় করতে চান সঞ্জয়। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি একজন অভিনয়শিল্পী। যেদিন মারা যাবো, সেই দিন পর্যন্ত অভিনয় করতে চাই, যদি সৃষ্টিকর্তা সেই অনুমতি দেন। আমি কাজ ভালোবাসি। যে চরিত্রে অভিনয় করি সেটি আমার অকে পছন্দের হয়। এখন পর্যন্ত যত কাজ করেছি সেগুলোও আমার প্রিয়। ৪৫ বছর এই ইন্ডাস্ট্রিতে কাজ করছি। অনেক উঠতি তারকাকে আসতে দেখেছি।’

রমজানের শুভেচ্ছা জানিয়ে ট্রোলের শিকার যশ

যশ, রণবীর, রাম চরণ এবং অন্য অভিনেতাদের প্রশংসা করে সঞ্জয় বলেন, ‘যশের দিকে তাকালে ২০-৩০ বছর আগের নিজেকে দেখি, আজ যা অর্জন করেছে তা দেখে আমি তাকে নিয়ে গর্বিত। আমি যখন রণবীর, যশ, রাম চরণ এবং জুনিয়র এনটিআর-এর মতো অভিনেতাদের দেখি, তখন নিজের খুব আনন্দ হয়, আমাদের ভারতীয় চলচ্চিত্র পরিবারে অনেক প্রতিভাবান অভিনেতা রয়েছে।’