বিনোদন ডেস্ক : হিন্দি টেলিভিশনে এই মুহূর্তে একাধিক সুপারহিট ধারাবাহিক রয়েছে। বাঙালি দর্শকদের কাছে হিন্দি ধারাবাহিকের জনপ্রিয়তা কিন্তু কিছু কম নয়। বাংলার অভিনেত্রীদের পাশাপাশি হিন্দি সিরিয়ালের এই নায়িকারাও যেন এখন দর্শকদের ঘরের মেয়ে হয়ে উঠেছেন।
এই নায়িকাদের অভিনয় দেখে তো মুগ্ধ সকলে, কিন্তু তারা কে কতদূর পড়াশোনা করেছেন তা জানেন কি? আজ এই প্রতিবেদনে রইল হিন্দি সিরিয়ালের কিছু উচ্চ শিক্ষিত নায়িকার পরিচয়।
সুরভী জ্যোতি : ইনি হলেন হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। ‘কুবুল হে’, থেকে শুরু করে আরও অনেক জনপ্রিয় ধারাবাহিকে তার অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের। ইনি কিন্তু বেশ উচ্চশিক্ষিত অভিনেত্রী। অভিনয়ের দুনিয়াতে পা রাখার আগে তিনি ইংরেজিতে এমএ পাস করে এসেছেন।
তেজস্বী প্রকাশ : ‘নাগিন’ ধারাবাহিক খ্যাত অভিনেত্রীও কিন্তু একজন বেশ মেধাবী ছাত্রী ছিলেন। নাগিনের আগে হিন্দি টেলিভিশনে তিনি আরও অনেক সিরিয়াল এবং শো করেছেন। তবে বিগ বসের বিজেতা হওয়ার পর থেকে তার জনপ্রিয়তা আলাদা মাত্রায় পৌঁছে যায়। হিন্দি টেলিভিশনের এই সুন্দরী টেলিকমিউনিকেশনে ইঞ্জিনিয়ারিং ডিগ্রী পান।
ঋদ্ধিমা পণ্ডিত : ‘রোবো বহু’ এবং বিগবস ওটিটির সৌজন্যে অনেক জনপ্রিয়তা পেয়েছিলেন ঋদ্ধিমা। সোসিওলজি নিয়ে পড়াশোনা করেছেন তিনি। গ্রাজুয়েশনের পর পোস্ট গ্রাজুয়েট ডিগ্রীও রয়েছে তার ঝুলিতে। এখন হিন্দি টেলিভিশনে তিনি চুটিয়ে কাজ করে যাচ্ছেন।
দীপিকা সিং : ‘দিয়া অউর বাতি হাম’ ধারাবাহিক খ্যাত অভিনেত্রী দীপিকাকেও সারা দেশের দর্শক বেশ ভাল করেই চেনেন। ‘দিয়া অউর বাতি হাম’ ছিল তার প্রথম ধারাবাহিক। এরপর তিনি আরও অনেক ধারাবাহিক এবং শো করেছেন। শুধু একজন ভাল অভিনেত্রীর তকমা নয়, মার্কেটিং নিয়ে পড়াশোনা করার ডিগ্রীও রয়েছে তার ঝুলিতে।
ত্রিধা চৌধুরী : এই বাঙালি কন্যা এই মুহূর্তে রাজত্ব করছেন ওটিটি ইন্ডাস্ট্রিতে। ‘স্বাধীনতা’, ‘দেহলিজ’ ধারাবাহিকের পর তিনি এমএক্স প্লেয়ারের বহুল জনপ্রিয় ওয়েব সিরিজ ‘আশ্রম’ এও অভিনয় করেন। মাইক্রোবায়োলজিতে অনার্সের ডিগ্রি পেয়েছিলেন ত্রিধা।
ইনফিনিক্স নিয়ে এলো ৫০ মেগাপিক্সেল ক্যামেরার দুর্দান্ত স্মার্টফোন
জ্যাসমিন ভাসিন : ‘টসন এ ইশক’ ধারাবাহিক থেকে অনেক জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেত্রী জ্যাসমিন। এরপর তিনি আরও অন্যান্য ধারাবাহিকেও অভিনয় করেন। তবে বিগ বসে অংশগ্রহণ করার পর তার জনপ্রিয়তা লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে। তিনিও এমবিএ ডিগ্রী অর্জন করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।