যে কারণে উচ্চশিক্ষার জন্য লুক্সেমবার্গকে বেছে নিচ্ছেন মেধাবীরা

Luxembourg

আন্তর্জাতিক ডেস্ক : সর্বোচ্চ মাথাপিছু জিডিপি ও সারাদেশে বিনামূল্যে গণপরিবহন সেবাসহ নানা কারণে বিশ্বের সবচেয়ে ধনী দেশ হিসেবে পরিচিত লুক্সেমবার্গ। কম খরচে উচ্চশিক্ষার সুযোগ থাকায় দেশটিকে বেছে নিচ্ছেন বাংলাদেশি শিক্ষার্থীরাও। গবেষণা বা পড়াশোনা শেষ করে স্থায়ী বসবাসের জন্যও লুক্সেমবার্গ হতে পারে আদর্শ দেশ।

Luxembourg

জার্মানি, ফ্রান্স আর বেলজিয়াম সীমান্তবেষ্টিত দেশ লুক্সেমবার্গ। আয়তনে মাত্র ২ হাজার ৬৮৬ বর্গকিলোমিটার হলেও, সর্বোচ্চ মাথাপিছু জিডিপির কারণে পরিচিতি পেয়েছে বিশ্বের সবচেয়ে ধনী দেশ হিসেবে।

বিংশ শতাব্দীর শুরুর দিকে মূলত লোহা ও ইস্পাত শিল্পের মাধ্যমে লুক্সেমবার্গের অর্থনৈতিক প্রবৃদ্ধির যাত্রা শুরু হলেও বর্তমানে দেশটি বিনিয়োগকারীদের জন্য অন্যতম নিরাপদ দেশ। লুক্সেমবার্গেই রয়েছে গুগল, আমাজনের মতো অনেক বড় প্রতিষ্ঠানের ইউরোপীয় সদর দফতরসহ অসংখ্য বেসরকারি ব্যাংকের প্রধান কার্যালয়।

প্রাকৃতিক সৌন্দর্যেরও জুড়ি নেই দেশটির। উল্লেখযোগ্য আধুনিকায়নের পরও এখনো পুরো লুক্সেমবার্গ ঢাকা সবুজের সমারোহে। সেই সঙ্গে রয়েছে অসংখ্য ঐতিহাসিক স্থাপনাও। রাজধানী লুক্সেমবার্গ সিটির আনাচে কানাচে থাকা স্থাপত্যশিল্পের নানা নিদর্শনও নজর কাড়ে পর্যটকদের।

সারা দেশেই গণপরিবহন সেবা সম্পূর্ণ বিনামূল্যে হওয়ায় প্রত্যেক শহরেই রয়েছে পর্যটকের আনাগোনা। আর কম খরচে উন্নত উচ্চশিক্ষা ও নানা সুযোগ-সুবিধার কারণে মেধাবী শিক্ষার্থীদের পছন্দের তালিকায় রয়েছে দেশটি।

গবেষণার পাশাপাশি তথ্য ও যোগাযোগ প্রযুক্তিখাতে দক্ষ হলে সরাসরি চাকরি নিয়েও লুক্সেমবার্গ যাওয়ার সুযোগ আছে বলে জানান লুক্সেমবার্গ প্রবাসীরা।

পাঁচ বছর লুক্সেমবার্গে বৈধভাবে বসবাস করার পর দেশটির ভাষা পরীক্ষায় উত্তীর্ণ ও ইতিহাস কোর্স সম্পন্ন করে নাগরিকত্ব আবেদনের সুযোগও রয়েছে অভিবাসীদের।