আন্তর্জাতিক ডেস্ক : তালেবান সরকার একটি ‘বেআইনি কাঠামো’ নির্মাণের মাধ্যমে তার ভূখণ্ড দখলের চেষ্টা করছে বলে সোমবার জানিয়েছে পাকিস্তান। পাশাপাশি আফগান বাহিনীকে গত সপ্তাহে প্রধান সীমান্ত ট্রানজিট পয়েন্ট বন্ধ করার ঘটনায় ‘নির্বিচারে গুলি চালানোর’ অভিযোগ করেছে। খবর রয়টার্সের।
উভয় পক্ষের বাহিনীর গোলাগুলির পর প্রতিবেশী দেশগুলোর মধ্যকার তোরখাম সীমান্ত ক্রসিং বুধবার থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। এর ফলে পণ্য বোঝাই শত শত ট্রাক এবং হাজার হাজার যাত্রী আটকা পড়েছে।
সপ্তাহান্তে তালেবান প্রশাসনের পররাষ্ট্র মন্ত্রণালয় সীমান্ত বন্ধের সমালোচনা করেছে এবং বলেছে, সীমান্তের কাছে একটি পুরানো নিরাপত্তা ফাঁড়ি ঠিক করার সময় পাকিস্তানের নিরাপত্তা বাহিনী তার সৈন্যদের ওপর গুলি চালিয়েছে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ জাহরা বালোচ প্রতিক্রিয়ায় বলেছেন, ঘটনাটি পাকিস্তানের ভূখণ্ডের অভ্যন্তরে তালেবান নেতৃত্বাধীন আফগান প্রশাসনের মাধ্যমে একটি কাঠামো নির্মাণের সঙ্গে সম্পর্কিত যা পাকিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে।
বিবৃতিতে বলা হয়েছে, ৬ সেপ্টেম্বর একটি শান্তিপূর্ণ সমাধানের পরিবর্তে আফগান সৈন্যরা পাকিস্তানের সামরিক পোস্টগুলো লক্ষ্য নির্বিচারে গুলি চালিয়েছে, তোরখাম সীমান্ত টার্মিনালের অবকাঠামোর ক্ষতি করেছে এবং উপস্থিত পাকিস্তান ও আফগান উভয় দেশের নাগরিকের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলেছে। আপনারা এই ধরনের বেআইনি কাঠামো তৈরি করা থেকে বিরত থাকুন।’
বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর ক্রমবর্ধমান জঙ্গি হামলার বিষয়ে তার দীর্ঘস্থায়ী উদ্বেগ পুনর্ব্যক্ত করেছে এবং তালেবান কর্তৃপক্ষকে তার ভূখণ্ড অন্য দেশের বিরুদ্ধে জঙ্গিদের কাজে না লাগানোর আহ্বান জানিয়েছে।
যাত্রীদের কাছ থেকে উপার্জন কম হওয়ায় ট্রেনে সাপ ছেড়ে দিলেন সাপুড়েরা
তালেবান প্রশাসন আফগানিস্তানের মাটিকে জঙ্গিবাদের জন্য ব্যবহার করার অনুমতি দিচ্ছে, এমন দাবি অস্বীকার করে বলেছে, পাকিস্তানের নিরাপত্তা পাকিস্তান সরকারের অভ্যন্তরীণ বিষয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।