TalkBand B7: এবার অ্যাডভান্সড হার্ট হেলথ ফিচার নিয়ে এসেছে হুয়াওয়ে

TalkBand B7

চায়নার টেক কোম্পানি হুয়াওয়ে সম্প্রীতি TalkBand B7 নামে একটি ফিটনেস ট্র্যাকার ডিভাইস লঞ্চ করেছে। আপনি এটিকে তাদের TalkBand B6 এর আপডেট ভার্সন হিসেবে বিবেচনা করতে পারেন। এই ডিভাইসটি একই সাথে ফিটনেস ট্র্যাকার ও ব্লুটুথ ইয়ারফোন হিসেবে কাজ করবে।

TalkBand B7

হুয়াওয়ে TalkBand B7 ডিভাইসটির সাইজ হচ্ছে ১.৫৩ ইঞ্চি। এ ফিটনেস ট্র্যাকার ডিভাইসে থ্রিডি অ্যামোলেড প্যানেলের ডিসপ্লের ফিচার রাখা হয়েছে। ডিসপ্লের রেজুলেশন হচ্ছে ৪৬০ গুণ ১৮৮ পিক্সেল। ডিভােইসটির বডি টাইটেনিয়াম স্টেইনলেস স্টিল দিয়ে তৈরি। পাশাপাশি ডানদিকে পিল শেপড বাটন রাখা হয়েছে।

ডিসপ্লের নিচে দুটি বাটন অবস্থান করছে। ইয়ারফোন সংক্রান্ত ফিচার ব্যবহার করার জন্য এই বাটন যোগ করা হয়েছে। এটি একটি ওয়াটারপ্রুফ ডিভাইস এবং আইপি৫৭ সার্টিফিকেশন অর্জন করেছে।

ডিভাইসটির মধ্যে বিল্ট-ইন মাইক এবং স্পিকার রয়েছে। কথা বলার সময় যেন নয়েজ না আসে সেজন্য অত্যাধুনিক নয়েজ ক্যান্সেলেশন এর ব্যবস্থা রাখা হয়েছে। এটিকে ডুয়েল মাইক নয়েস ক্যান্সলেশন এবং 3A নয়েস ক্যান্সলেশন অ্যালগরিদম বলা হচ্ছে।

স্বাস্থ্য সংক্রান্ত অনেক ফিচার এই ডিভাইসটির মধ্যে আপনি পেয়ে যাবেন। পিপিজি হার্ট রেট মনিটর, SPO2 সেন্সর, স্লিপ ও স্ট্রেস মনিটর এর ফিচার যোগ করা হয়েছে। অ্যাট্রিয়াল ফাইব্রিলেশন এবং স্লিপ অ্যাপনিয়ার মত উন্নত হার্টরেট প্যারামিটার পরিমাপ করার ব্যবস্থা রাখা হয়েছে এই ফিটনেস ট্র্যাকার ডিভাইসে।

১০ ধরনের স্পোর্টস মোড ফিচার এ ডিভাইসের সাথে আপনি পেয়ে যাবেন। উদাহরণ হিসেবে VO2 Max, scientific running courses এবং sedentary reminders এর কথা বলা যেতে পারে। এখানে Kirin A1 প্রসেসর ব্যবহার করা হয়েছে।

দ্রুত রিপ্লাই দেওয়া, ক্যামেরা এবং মিউজিক নিয়ন্ত্রণের ফিচার এখানে যোগ করা হয়েছে। ১২০ মেগাহার্জের ব্যাটারি দ্বারা ডিভাইসটি পরিচালিত হবে। ইউএসবি টাইপ-সি পোর্ট এর মাধ্যমে এটি চার্জ করা যাবে। ফিটনেস ট্র্যাকার এবং কমিউনিকেশন সংক্রান্ত বেশ কিছু ফিচার এখানে যোগ করা হয়েছে। এ ফিটনেস ট্র্যাকার এর দাম হচ্ছে ১২ হাজার রুপি এবং ১৫ হাজার টাকা।