জুমবাংলা ডেস্ক : কিরগিজস্তানে চাকরি দেওয়ার কথা বলে সে দেশে ১৩ বাংলাদেশিকে বিক্রি করার অভিযোগ উঠেছে। সেখানে পাচারের পর থেকেই তাদের ওপর অমানুষিক নির্যাতন চলছে এবং দীর্ঘ সময় ধরে কাজ করানো হলেও মজুরি দেওয়া হচ্ছে না বলে দাবি করেছেন ভুক্তভোগী ও তাদের স্বজনরা। তাদের উদ্ধারের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণে রোববার প্রেস ক্লাব যশোর মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।
পাচারের শিকার ১৩ শ্রমিক হলেন- কুমিল্লার বুড়িচংয়ের আসাদুজ্জামান; মুরাদনগর উপজেলার ওলিউল্লাহ, আলমগীর হোসেন, দেলোয়ার হোসেন, আবু মুসা ও জাহাঙ্গীর আলম; দেবিদ্বার উপজেলার লিমন, চান্দিনা উপজেলার শরিফুল ইসলাম, নরসিংদীর শামসুল ইসলাম, কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সজল মিয়া, নারায়ণগঞ্জের বন্দর উপজেলার আমির হামজা, চুয়াডাঙ্গার বিপুল হোসেন ও নুরুজ্জামান।
তাদের সঙ্গে কুমিল্লার আরও একজন পাচার হয়েছিলেন। তিনি ইতোমধ্যে পালিয়ে দেশে চলে এসেছেন। ভুক্তভোগী ও স্বজনদের আহ্বানে সাড়া দিয়ে তাদের উদ্ধারে কাজ করছে মানবাধিকার সংগঠন রাইটস যশোর। এর আগে বিভিন্ন দেশ থেকে পাচারের শিকার বেশ কয়েকজনকে ফিরিয়ে এনেছে সংগঠনটি।
রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক বলেন, সাত মাস আগে মাহমুদুল হাসান মীর নামে এক দালাল চুয়াডাঙ্গা, নরসিংদী, কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ ও কুমিল্লার ১৪ জনকে কিরগিজস্তানে গার্মেন্টসে কাজ দেওয়ার প্রলোভনে তাদের কাছ থেকে তিন লাখ টাকা করে নেয়। বলা হয়েছিল- কিরগিজস্তানে যাওয়ার পর বেতন হবে ৬০০ ডলার এবং কাজের সময় হবে আট ঘণ্টা। কিন্তু তাদেরকে সেখানে নেওয়ার পর একটি ছোট কাপড়ের কারখানায় কাজ দেওয়া হয়। দেওয়া হয় না বেতন-ভাতাসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা।
প্রতিষ্ঠানটির মালিক ওই শ্রমিকদের বলেছেন, ‘মাহমুদুল হাসান মীর তাদেরকে তার কাছে বিক্রি করে দিয়েছে।’ এ জন্য বেতন চাইলে বা বেতন না পেয়ে কাজ করতে রাজি না হলে তাদের ওপর চালানো হচ্ছে শারীরিক ও মানসিক নির্যাতন। তাদের মধ্য থেকে পাঁচজন কৌশলে পালিয়ে ওয়াসিস নামে দেশটির একটি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের কাছে আশ্রয় নিয়েছেন। বাকিরা মানবেতর ও দাসের জীবন যাপন করছেন। পাচারের শিকার মানুষদের উদ্ধারে সরকারের সহযোগিতা দরকার। ইতোমধ্যে সংশ্নিষ্ট দালালের বিরুদ্ধে একাধিক জেলায় মামলা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।