আন্তর্জাতিক ডেস্ক: চলতি পথে মোবাইল ফোন ব্যবহার করতে গিয়ে পড়ার ঘটনা নতুন নয়। তেমনটি রাস্তায় কথা বলতে বলতে হাঁটতে গিয়ে বিপাকে পড়েছেন এক তরুণী। কোনো যানবাহনের সঙ্গে ধাক্কা নয়, ফোনে কথা বলতে বলতে সোজা ঢাকনা ছাড়া এক ম্যানহোলের মধ্যে পড়ে যান ওই তরুণী।
ভারতের বিহারে এই ঘটনা ঘটে বলে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে।
সিসিটিভিতে ধারণ করা ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে এক তরুণীকে রাস্তা দিয়ে হাঁটতে দেখা যায়। তার সামনে একটি অটো রিকশা ছিল। রিকশাটি সামনে এগোলেই রাস্তার মাঝখানে রিকশার নিচে লুকানো একটি খোলা ম্যানহোল দেখা যায়। তবে ওই তরুণী ফোনে কথা বলায় এতো মগ্ন ছিলেন যে ম্যানহোলটিকে না দেখে সোজা সেটির ভেতরে পড়ে যান।
তিন বছর আগে কুড়িয়ে পাওয়া টাকার বান্ডিল মালিককে ফেরালেন দরিদ্র মাছ বিক্রেতা
তবে সৌভাগ্যবশত ঘটনার সময় কাছেই কয়েকজন দাঁড়িয়ে থাকায় তারা দৌঁড়ে গিয়ে ওই তরুণীকে উদ্ধার করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।