জুমবাংলা ডেস্ক : আজকাল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কত কিছুই না মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যাচ্ছে। যেখানে মানুষ থেকে পশু-পাখি সবার ভিডিওই নিমেষে ভাইরাল হচ্ছে। আসলে বর্তমানে সোশ্যাল মিডিয়াই মানুষের বিনোদনের প্রধান মাধ্যম হয়ে উঠেছে। যেখানে প্রতিনিয়ত এক একটা রোমাঞ্চকর ভিডিও ভাইরাল হয়ে চলেছে।

এটুকু ছোট্ট ফোন আমাদের ঘুরিয়ে দিচ্ছে গোটা বিশ্ব। কোথায় কি ঘটছে, কোথায় নতুন কিছুর সন্ধান পাওয়া গিয়েছে, কোথায় নতুন নতুন তথ্য আবিষ্কার হচ্ছে, কে কোথায় মারা হয়েছে, কোন পশু অদ্ভুত কান্ড ঘটিয়ে ফেলেছে। সবটাই নেটদুনিয়ার মাধ্যমে আমরা সহজেই পরখ করে নিতে পারছি। বিশেষ করে এখানে এক একজন মানুষ তাঁদের প্রতিভার বহিঃপ্রকাশ করে চটজলদি নিজেকে ভাইরাল করে ফেলছে, এবং সঙ্গে রোজগারও করে নিতে পারছে।
সুতরাং বোঝাই যাচ্ছে সোশ্যাল মিডিয়া যে শুধু আমাদের বিনোদন দিচ্ছে তা নয়, সোশ্যাল মিডিয়া আমাদের রোজকারের একটা মাধ্যমও হয়ে উঠছে। এখানে মানুষের পাশাপাশি এক একটি পশু-পাখিদের ভিডিও ঝড়ের বেগে ভাইরাল হচ্ছে। আর সেটিই মানুষের কাছে অন্যতম আকর্ষণীয় বিষয় হয়ে দাঁড়াচ্ছে। আর এই ভিডিওগুলি থেকেও রোজগার করছে মানুষজন। আমরা জানি পাখিদের মধ্যে সবথেকে উন্নত টিয়া পাখি। যাকে বাড়িতে পোষ মানানো যায়। এমনকী মানুষের মতো কথাও শেখানো যায়।
ফেসবুক-ইউটিউব সব ক্ষেত্রেই টিয়ার এক একটি মজাদার দৃশ্য ভাইরাল হচ্ছে। যা দেখে তাজ্জব বনে যান সকলেই। কখনও টিয়াকে দেখা যাচ্ছে মানুষের মতো ব্রেকফাস্ট করছে আবার কখনও দেখা যায় সে মানুষের মতো গলার স্বর নকল করে তার মালিককে ডাকছে। হ্যাঁ, এরকম একাধিক টিয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ার ভাইরাল হচ্ছে প্রতিনিয়ত। সম্প্রতি আরও একটি ভাইরাল ভিডিও সবকিছুকেই একেবারে পেছনে ফেলে দিল। আমরা জানি, প্রতিটি প্রাণীর মধ্যেই মায়ের মতো হৃদয় বর্তমানে।
বিশেষ করে পশু পাখিদের বোধ শক্তি না থাকলেও কী ভাবে সন্তানদের আগলে রাখতে হয়, সেটা ভালই জানে তারা। তবে ভাইরাল ভিডিওতে দেখা গেল, অবিকল মানুষের মতো একটি মা টিয়া তার সন্তানকে কথা শেখানোর চেষ্টা করছে। শুধু একটাই টিয়া ভিডিওটিতে অনেক গুলো টিয়া পাখির দেখা মিলেছে।
কিন্তু মানুষের নজর কেড়ে নিল এই মা টিয়াটির অবিকল একজন মানুষের মতো তার সন্তানকে কথা শেখানোর কৌশলকে। সম্প্রতি ভিডিওটি ভাইরাল হয়েছে parrot paradise নামক একটি ইউটিউব চ্যানেল থেকে, যেখানে এখনও পর্যন্ত কয়েক হাজার পছন্দের সংখ্যা পৌঁছেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



