বিনোদন ডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই কোনো না কোনো গানের ট্রেন্ড থাকে। কিছু গান এতটাই জনপ্রিয় হয়ে ওঠে যে, তা সকলেরই মুখে মুখে থাকে। তার সুর, তাল সবমিলিয়ে বলাই যায় সারাক্ষণই গুনগুন করতে ইচ্ছে হয় খানিক।
অনেকক্ষেত্রেই সে সমস্ত গানের মানেও আমরা তেমনভাবে হয়তো জানি না। দক্ষিণের সেইসব গান নিয়ে দর্শকের এতটাই আগ্রহ থাকে যে একবার অন্তত অর্থ জানতে তো সকলেরই মন চায়। সত্যি বলতে যেকোনো বিষয়েরই অর্থ জানা থাকলে তা আরও বেশি করে সহজবোধ্য হয়ে ওঠে মানুষের কাছে।
দিনকয়েক ধরেই দক্ষিণের ছবি এনিমি’র টাম টাম গানটি ভীষণভাবে জনপ্রিয় হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম খুললেই সেই গানের তালে রিলসের ছড়াছড়ি দেখতে পাওয়া যায়। এমতাবস্থায়, এ গানের মানে জানতে কার না মন চায়। ভাষা আলাদা হলেও তার অর্থ নিশ্চয়ই এমন কিছু থাকবে যা সকলেরই জানা।
তামিল ভাষায় বহুল প্রচলিত এই টাম টাম গানটির বাংলা অর্থ দাঁড়ায়-
তার হৃদয়ে স্পন্দিত হয় যে বার্তা তা মিলেমিশে একাকার প্রেমিকের অনুভবে
এটা কি হাসি নাকি ঝলক? তোমার আশীর্বাদ বর্ষণ করো সুন্দরী নারীর ওপর
তার নতুন ডানা ফুটছে। সে জ্বলে উঠছে
শাড়ির ভাঁজে পড়া জট তাকে খানিক রাগিয়ে দিচ্ছে
মালা এবং হলুদ! বিয়ের বাদ্যির শব্দ
সমস্ত বাধা বিপত্তি! সবকিছুকে কাটিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা
হলুদ এবং মালা! বিয়ের বোল শোনা যায়
সমস্ত বাধা ভেঙে! সবকিছুকে কাঁপিয়ে বেরিয়ে আসে
এখন তুমি এখানে, ভালো সময় শুরু হয়েছে
যেদিন আমরা গাঁটছড়া বাঁধবো সেটা হবে একটা উৎসবের মতো
তোমার ভিতরের ইচ্ছে ঘুম নষ্ট করবে। তুমি সিথানা মন্দিরের অঙ্কনের মতো
তোমার চিন্তা আমার স্মৃতিতে ঘোরাফেরা করে। তুমি পারফিউমে ডোবানো মুক্ত
ফল পাকার সঙ্গে সঙ্গে এবং স্বপ্নগুলো ঘ্রাণে ভেসে ওঠে
আতশবাজি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে অতিথিদের হৃদয়ও নেচে ওঠে।
একটি বিয়ের অনুষ্ঠানের গান হিসেবে মন ছুঁয়ে গিয়েছে দর্শকের। মিরনালিনি রবি, বিশাল, আর্য তামিলের এই জনপ্রিয় গান মন জয় করে নিয়েছে সকলের। আট থেকে আশি সকলে মজে রয়েছেন। সেলেবদের যেভাবে এ গানে মজে থাকতে দেখা গিয়েছে, তাও বলা যায় একেবারে মন কেড়ে নেওয়ার মতো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।