আন্তর্জাতিক ডেস্ক : জাম্বিয়ায় একটি তামার খনি ধসে অন্তত ৩০ জন শ্রমিক আটকা পড়েছেন। তাদের উদ্ধারে অভিযান চলছে। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জ্যাক মুইমবু বলেন, ‘চিংগোলা শহরে এই দুর্ঘটনা ঘটে। আমাদের অনেক মানুষ সেখানে আটকা পড়েছেন। আমরা তাদের উদ্ধারের চেষ্টা করছি।’
খনি ও খনিজ সম্পদ বিষয়কমন্ত্রী পল কাবুসে ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। তিনি জানান, এখনো কার খোঁজ মেলেনি। ঠিক কতজন আটকা পড়েছে তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।
জাম্বিয়ায় বিশ্বের সবচেয়ে বড় বড় উন্মুক্ত তামার খনিগুলো রয়েছে। এসব খনি থেকে মাটি তোলার কারণে পাশে যেসব বর্জ্য পাহাড়ের সৃষ্টি হয় সেগুলোর একেকটি ৩০০ ফুট উঁচুও হয়ে থাকে। বিশ্বে তামা উৎপাদনকারী দেশ গুলোর মধ্যে জাম্বিয়া অন্যতম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।