বিনোদন ডেস্ক : দেশের জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা ভ্রমণে উত্তাপ ছড়ালেন সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে নেওয়া বিভিন্ন ছবিতে।
ইনস্টাগ্রাম ও ফেসবুকে বেশ সক্রিয় অভিনেত্রী তমা মির্জা। প্রায়ই তিনি নানা লুকের ছবি ভাগ করে নেন ভক্তদের সঙ্গে। ভক্তরাও মুখিয়ে থাকেন তারকাদের সবকিছু জানতে। এমনকি অবকাশযাপনের খবরেও তাঁদের থাকে প্রবল আগ্রহ। তমা মির্জা অবশ্য তাঁদের হতাশ করেন না।
সম্প্রতি যুক্তরাষ্ট্রর শারলোট শহর থেকে সুন্দর সুন্দর ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। কখনো তাঁকে দেখা যাচ্ছে স্ট্রবেরিবাগানে, কখনো চেরি ফুলের সঙ্গে পোজ দিয়ে ফ্রেমবন্দী হতে।
স্ট্রবেরিবাগানে তমা মির্জা বেছে নিয়েছেন সবুজ জমিনের সাদা ফ্লোরাল মিডি জামা। সবুজাভ পরিবেশের সঙ্গে অভিনেত্রীর আউটফিটও যেন মিলেমিশে একাকার হয়ে আছে। এর সঙ্গে অভিনেত্রী সেজেছেন গোলাপি ব্লাশ অন আর লিপগ্লসের মিনিমাল মেকআপে।
পোশাকের সঙ্গে অভিনেত্রী পরেছেন লেয়ার নেকলেস, ছোট দুল আর ব্রেসলেট। সঙ্গে নিয়েছেন সাদা ভ্যানিটি ব্যাগ। তাঁর সোনালি চুলে মাঝে সিঁথি করা হেয়ারস্টাইলে শোভা পাচ্ছে সাদা হেয়ার বো। আর সর্বশেষ বাগান থেকে তুলে আনা স্ট্রবেরি ঝুড়িতে নিয়ে অভিনেত্রী পোজ দিয়েছেন।
ভ্রমণের আরেক লুকে তমা মির্জাকে দেখা যাচ্ছে চেরিবাগানে পোজ দিতে।
এ সময় তিনি বেছে নিয়েছেন সাদা চিকেনকারি টপ আর ডেনিম কার্গো প্যান্ট। পায়ে পরেছেন সাদা রানিং শু। তাঁর হাতে অনুষঙ্গ হিসেবে শোভা পাচ্ছে প্রাডার হ্যান্ড ব্যাগ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।