জুমবাংলা ডেস্ক : বৃহস্পতিবার ও শুক্রবার (১৮-১৯ এপ্রিল) দুইদিন ভারতের ১৮তম সাধারণ লোকসভা নির্বাচন। এ উপলক্ষে সিলেটের তামাবিল স্থলবন্দরে আমদানি-রফতানি ও ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
এ উপলক্ষে তামাবিল স্থলবন্দরে আমদানি-রফতানি ও ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ থাকবে বলে ভারতের ডাউকি ইমিগ্রেশন পুলিশ মৌখিকভাবে তামাবিল ইমিগ্রেশন পুলিশকে অবহিত করেছে।
কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের সহকারী কমিশনার (তামাবিল স্থল শুল্ক স্টেশন) আসাদ উজ জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ভারতীয় ইমিগ্রেশন থেকে এক চিঠিতে লিখিতভাবে বিষয়টি অবগত করা হয়েছে। মূলত; ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ থাকলে আমদানি-রফতানিও বন্ধ থাকে। ভারতের লোকসভা নির্বাচনের জন্য এ দু’দিন সব স্থল বন্ধরটি দিয়ে কার্যক্রম বন্ধ থাকবে। এরপর অটোমেটিক্যালি আবার স্বাভাবিক হবে।
জানা গেছে, ভারতের ১৮তম সাধারণ লোকসভা নির্বাচন ১৯ এপ্রিল থেকে ১ জুন ৭টি ধাপে অনুষ্ঠিত হবে। তামাবিল স্থলবন্দরের বিপরীতে অবস্থিত ভারতের মেঘালয় রাজ্যের দুটি লোকসভা আসনে ১ম ধাপে আগামী ১৯ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। যে কারণে বন্ধ থাকবে আমদানি-রফতানি ও ইমিগ্রেশন কার্যক্রম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।