মালদ্বীপে ‘ফুরফুরে’ তামান্না ভাটিয়া

তামান্না ভাটিয়া1

বিনোদন ডেস্ক : জেলার’ সিনেমা মুক্তির পর ছোট্ট বিরতি নিতে মালদ্বীপে ছুটি কাটাচ্ছেন দক্ষিণ ভারতের অভিনেত্রী তামান্না ভাটিয়া। কখনও সৈকতে রোদ পোহাচ্ছেন, কখনও একা একা ছবি তুলছেন। আবার মজাদার খাবারের স্বাদও নিচ্ছেন মন ভরে। ইনস্টাগ্রামে পোস্ট করা তামান্নার ছবির পসরায় ফুটেছে ছুটির মেজাজ।

তামান্না ভাটিয়া1

ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতে নীল সাগরের পাড়ে দেখা যাচ্ছে এক গোলাপী তামান্নাকে। গোলাপি বিকিনি পরে সমুদ্র জলে পা ভেজাচ্ছেন তিনি। ওপরে পুরো আকাশে উজ্জ্বল হয়ে রয়েছে রঙধনু।

তামান্না ভাটিয়া3

বৃহস্পতিবার ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিগুলোতে রঙধনু স্টিকার জুড়ে দিয়েছেন তামান্না।
তামান্নাকে একটি ছবিতে চোখ বুজে হেমকে শুয়ে থাকতে দেখা গেছে। হলুদ প্রিন্টের শার্ট ও মিনি জিন্স পরে রোদ পোহাচ্ছিলেন তিনি।

তামান্না ভাটিয়া

ঘোরাঘুরির ফাঁকে নানা ধরনের খাবার চেখে দেখছেন তামান্না; ভক্তদের সাথে খাবার টেবিলে বসে থাকা একটা ছবিও ভাগ করে নেন তিনি।
সংক্ষিপ্ত ভ্রমণের তামান্নার ছবিগুলো নিয়ে ভারতের সংবাদমাধ্যমের ভাষ্য, “ইন্টারনেটে আগুন ধরিয়ে দিয়েছেন তামান্না।”