কিছু দিন আগেও নেট দুনিয়া কাঁপিয়ে বেড়াতো যে গানটি, সেটি বলিউডের। সেই ‘আজ কি রাত’ গানে সবুজ পোশাকে ঈষৎ পৃথুল শরীরে হিল্লোল তুলে নেছেছেন তামান্না ভাটিয়া। গেলো দুই বছর ধরেই তার নাচে মজে রয়েছে নেটদুনিয়া। নতুন নাচেরও প্রশংসা করছেন নেটিজেনরা। গানটি এক নম্বর হয় মুহূর্তেই।
ক্যারিয়ারের দিক থেকে দারুণ সময় পার করছেন অভিনেত্রী তামান্না ভাটিয়া। তবে ব্যক্তিগত জীবন ভালো যাচ্ছে না। অভিনেতা বিজয় ভার্মার সঙ্গে বিচ্ছেদ নিয়ে এখন জোর চর্চায় তিনি। তবে এটার তার প্রথম প্রেম নয়। এর আগেও একাধিক সম্পর্কে জড়িয়ে ছিলেন এই লাস্যময়ী আইপেম গার্ল।
মাঝেমধ্যে বোল্ড অবতারে অনুরাগীদের রাতের ঘুম কেড়ে তামান্না এক সময় বিরাট কোহলির সঙ্গে সম্পর্কে জড়িয়ে ছিলেন তিনি। দু’জনের প্রেম এতটাই গভীর হয়েছিলো যে, প্রায় বিয়ে ঠিক হয় আর কি! তবে হঠাৎ করেই অজানা কারণে বিরাট-তামান্নার সম্পর্কে চিড় ধরে। তবে শুধু বিরাটেই থেকে থেমে থাকেননি তিনি।
পাকিস্তানি ক্রিকেটার আব্দুল রাজ্জাকে সঙ্গেও প্রেম করেছেন তামান্না ভাটিয়া। তবে সেসব সম্পর্কে কতোটা গুজব আর কতটা সত্যি, তা নিয়ে মুখ খুলেছেন তিনি। সম্প্রতি এই অভিনেত্রী একটি সাক্ষাৎকারে সেই সব গুজব সম্পর্কে মুখ খুলেছেন। দাবি করেছেন, তিনি বিরাট-রাজ্জাক কারও সঙ্গেই কখনও ডেট করেননি।
তামান্না বলেছেন, শুধু আব্দুল রজ্জাকের সঙ্গে তাঁর ডেটিংয়ের খবরই নয়, এমনকী তাঁর বিয়ের খবরও রটে গিয়েছিল, যা শুনে তিনি হতবাক হয়ে গিয়েছিলেন। তবে এমন জবাবের বিপরীতে পাল্টা প্রশ্নও করা হয় তাকে। জানতে চাওয়া হয়, বিভিন্ন মাধ্যমে আসা বিরাট ও রাজ্জাকে সঙ্গে ছবিগুলোও কি তৈরি করা?
জবাবে তামান্না ভাটিয়ে বলেন, দুই ক্রিকেটারের সঙ্গে তাঁর মাত্র একবার করে দেখা হয়েছিল। বিরাট সম্পর্কে অভিনেত্রী বলেন, আমাদের ছবিটি একটি টিভি বিজ্ঞাপনের, এরপর আমি আর কখনও বিরাটের সঙ্গে দেখা করিনি এবং ওর সঙ্গে কখনও কথাও হয়নি। বিরাট যখন এই খবরটি শুনেছে, তখন নিশ্চয়ই খুব হেসেছিল।
আব্দুল রজ্জাকের সঙ্গে ছবির প্রতিক্রিয়ায় তিনি বলেন, হ্যাঁ, ইন্টারনেট অনুসারে, আমি কিছু দিনের জন্য রজ্জাকের সঙ্গে বিবাহিত ছিলাম। বিষয়টি খুবই লজ্জাজনক ছিলো। তামান্না বলেন, তাঁরা দু’জনে একসঙ্গে একটি গয়নার দোকানের উদ্বোধনে গিয়েছিলেন। আর তার পর থেকেই গুজবটি ছড়ায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।