পছন্দের ক্রিকেটার হিসেবে যাকে বেছে নিলেন তামান্না ভাটিয়া

তামান্না ভাটিয়া

বিনোদন ডেস্ক : ২০২৩ আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে জমজমাট আসর বসেছিল। অরিজিৎ সিং এর গানের পাশাপাশি দক্ষিনী তারকারা দর্শকদের নাচে গানে মাতিয়েছেন। এদিন তামান্না ভাটিয়ার পাশাপাশি ‘ন্যাশনাল ক্রাশ’ রশ্মিকা মান্ধানাকেও দেখা গেছে। তারা উভয়েই সাউথের কয়েকটি বিখ্যাত গানে অসাধারণ পারফরম্যান্স করেছেন।

তামান্না ভাটিয়া

তবে উদ্বোধনী আগের দিন এই দুই সুন্দরীকে পরিবেশন করার জন্য যথেষ্ট উত্তেজিত দেখাচ্ছিল। তামান্না এর আগেও অনেকবার ক্রিকেটের মত প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করেছেন কিন্তু এটা রশ্মিকা মান্ধানার জন্য প্রথম ছিল। তাই তিনি অনেক বেশি উত্তেজিত ছিলেন।

এরই পাশাপাশি বলতে শোনা যায় তাদের পছন্দের ক্রিকেটারদের নাম। রশ্মিকা মান্ধানা ও তামান্না ভাটিয়া উভয়েই জানান মহেন্দ্র সিং ধোনি এবং বিরাট কোহলি তাদের সব থেকে পছন্দের ক্রিকেটার। প্রসঙ্গত, ২০১২ সালে তামান্না ভাটিয়া ও বিরাট কোহলির সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়িয়ে ছিল।

সেই সময় সেলকন মোবাইলের বিজ্ঞাপনের জন্য দুজনে একসাথে শুটিং করেন। এরপর ধীরে ধীরে তাদের মধ্যে সম্পর্ক তৈরি হয়েছিল, কিন্তু সেই সম্পর্ক বেশিদিন স্থায়ী হয়নি। যদিও তারা এই বিষয়ে কখনোই মুখ খোলেননি। একইভাবে অনুষ্কার সঙ্গেও বিজ্ঞাপনের শুটিং চলাকালীন বিরাট কোহলি সম্পর্কে জড়িয়ে ছিলেন।

যদিও বিরুষ্কার সম্পর্ক আজও একই রয়েছে এবং তাদের একটি কন্যা সন্তান আছে। এদিকে বাহুবলী-র নায়িকা তামান্না ভাটিয়া এখনও অবিবাহিত রয়েছেন। এদিন তিনি তার গ্ল্যামার্স লুক দিয়ে আইপিএল উদ্বোধনী অনুষ্ঠানে সবাইকে মুগ্ধ করেছেন এবং তার পছন্দের ক্রিকেটার হিসেবে ধোনি ও কোহলির নাম নেন।