বিনোদন ডেস্ক : সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডিংয়ে উঠে এসেছেন দক্ষিণী তারকা তামান্না ভাটিয়া। এর নেপথ্যে রয়েছে সম্প্রতি তাঁর ‘স্ত্রী ২’ ছবির ‘আজ কি রাত’ গানটির মুক্তি। যেখানে নতুন মোহময়ী রূপে অতীতের গতানুগতিকতাকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন অভিনেত্রী। তাঁর প্রশংসায় পঞ্চমুখ অনুরাগীরা।
কেউ বলছেন, ‘তামান্না সেই নারী যাকে নিয়ে কবিতা লেখা হয়।’ আবার কেউ বলছেন, ‘একবিংশ শতাব্দীর নতুন হেলেন তামান্না।’
অধিকাংশ ভক্তের ভাষ্য, বলিউডে কারিনা কাপুরের হাত ধরে যে জিরো ফিগার ধারা শুরু হয়েছিল, তারই যোগ্য উত্তরসূরী তামান্না। শ্রোতাদের তিনি শরীরকে ভালোবাসতে উৎসাহ জুগিয়েছেন। বালিঘড়ির মতো ফিগারে মন কেড়েছেন সবার।
সব মিলিয়ে, আজ কি রাত লুকটি এই তারকার ক্যারিয়ারে সবচেয়ে বেশি গ্ল্যামারাস চেহারা হিসেবে বিবেচিত হচ্ছে, যা তাঁকে নতুন ‘ইট অ্যান্ড হিট’ গার্ল হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
বে নতুন গানে তামান্না যেভাবে মন জয় করে নিয়েছেন অনুরাগীদের, তা মোটেও সহজ কাজ ছিল না। নাচের মুদ্রার সঙ্গে অভিব্যক্তির ছন্দ মেলানো—সবই পরিশ্রম আর সাধনার ফসল।
এক সাক্ষাৎকারে এ বিষয়ে মুখ খুলেছেন আজ কি রাত গানের নৃত্য পরিচালক বিজয় গাঙ্গুলি। তিনি বলেন, ‘আমরা যখন গানটি শুনেছিলাম, তখন কী করতে হবে, কোথায় করতে হবে এবং কীভাবে এটি বাস্তবায়ন হবে—সেসব চিন্তা করেছি। গানটিতে অনেক গল্প আছে, এবং আপনি যখন সিনেমাটি দেখবেন, তখন আপনি এর পেছনের কারণগুলো বুঝতে পারবেন।’
জানা যায়, গানটির আউটডোর শুটিং হয়েছে ভারতের মধ্যপ্রদেশের ভুপাল অঞ্চলে। যেখানে তাপমাত্রা ছিল ৫ ডিগ্রি সেলসিয়াস।
এ ছাড়া এই গানে কোরিওগ্রাফির নিখুঁত উপস্থাপনের সঙ্গে অনুভূতির বিকাশ জড়িত। বিজয় বলছিলেন, ‘একবার যখন আমরা তা বুঝতে পেরেছিলাম, তামান্না এসেছিলেন এবং তাঁকে খুব দুর্দান্ত লাগছিল।’
অসুস্থ থাকা সত্ত্বেও অনুশীলনে তামান্না ছিলেন প্রতিশ্রুতিবদ্ধ। বিজয় বলেন, ‘তিনি এক সপ্তাহেরও বেশি সময় ধরে প্রতিদিন অনুশীলন করেছেন। কখনো একটি ক্লাসও মিস দেননি, এমনকি যখন তিনি ভালো অনুভব করছিলেন না তখনও। তার কঠোর পরিশ্রম ও একাগ্রতা সত্যিই অনুপ্রেরণাদায়ক ছিল।’
প্রসঙ্গত, এই নতুন তামান্নার শুরুটা গত বছর আমাজন প্রাইমের সিরিজ ‘জি করদা’ দিয়ে। এতে তাঁকে অন্তরঙ্গ দৃশ্যে দেখা যায়, এমনকি একটি দৃশ্যে ‘টপলেস’ হতেও দেখা গেছে। এরপর নেটফ্লিক্সে মুক্তি পাওয়া অ্যান্থলজি সিনেমা ‘লাস্ট স্টোরিজ’-এও অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেন তিনি। শুধু এই দুই আলোচিত ওয়েব কনটেন্ট নয়, এরপর ‘জেলার’ ছবির আইটেম গান ‘কাবাল্লা’ দিয়েও ঝড় তুলেন তিনি। আরেকটি দক্ষিণী ছবি ‘আরানমানাই ৪’র আইটেম গান ‘আচাচো’ও ছিল তাঁর প্রশংসিত একটি নাম্বার।
সূত্র: ফিল্মবিট
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।