জুমবাংলা ডেস্ক : বাজারে প্রতি কেজি আপেলের দাম ২৬০ থেকে ২৮০ টাকা, আর মাল্টার দাম ২৭০ থেকে ২৮০ টাকা। তার চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে টমেটো। প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে ৩০০ টাকায়। বুধবার (৯ আগস্ট) এক প্রতিবেদন থেকে জানা গেছে , তুলনামূলক ভালোমানের টমেটো প্রতি কেজি বিক্রি হচ্ছে ৩০০ টাকায়। কিছুটা নিম্নমানের ও ছোট আকৃতির টমেটো বিক্রি হচ্ছে ২৬০ থেকে ২৮০ টাকায়।
বিক্রেতারা বলছেন, ২/৩ দিন আগেও টমেটো ৪০০ টাকা কেজিতে বিক্রি হয়েছে, সেখান থেকে দাম কমে এখন ৩০০ টাকা বা কিছু কমে বিক্রি হচ্ছে। দাম অতিরিক্ত বেশি হওয়ার কারণে অনেক দোকানদার এ সবজি তুলছে না।
রাজধানীর মহাখালী বাজারের সবজি বিক্রেতা জাহিদুর রহমান টমেটোর দাম বৃদ্ধির বিষয়ে বলেন, এখন আসলে টমেটোর মৌসুম না, আমাদের দেশে এই সময় টমেটো উৎপাদন হয় না। বাজারে এখন যে টমেটো আছে তা বাইরে থেকে আসা। পাশের দেশ ভারতেও টমেটোর দাম অতিরিক্ত বেড়েছে। সব মিলিয়ে হঠাৎ টমেটোর দাম বেড়ে গেছে। আমরা যেই টমেটো আজ ৩০০ টাকায় কেজি বিক্রি করছি, এটা আমাদের গড়ে পাইকারি কেনা পড়েছে ২৮০ টাকা। এছাড়া খুচরা বাজারে ২৬০ থেকে ২৮০ টাকা কেজিতেও টমেটো পাওয়া যাচ্ছে, সেগুলো তুলনামূলক একটু ছোট সাইজের। আমাদের দেশি টমেটো ওঠার আগ পর্যন্ত এমন বাড়তি দাম থাকতে পারে।
রাজধানীর গুলশান সংলগ্ন লেকপাড় কাঁচাবাজারে বাজার করতে আসা স্থানীয় বাসিন্দা মোখলেসুর রহমান বলেন, বাজারে সব জিনিসের দাম বেশি, তবে টমেটোর দাম যে এত বেশি হবে তা ভাবতে পারিনি। কাঁচাবাজারে আসার আগে আপেল কিনলাম ২৮০ টাকা কেজি, আর মাল্টা কিনলাম ২৬০ টাকা কেজি। অথচ টমেটো কিনতে এসে শুনলাম ৩০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তাহলে আপেল, মাল্টার চেয়েও টমেটোর দাম বেশি যাচ্ছে বাজারে। দোকানদার আমাকে জানালো ২/৩ দিন আগে নাকি এই টমেটোই ৪০০ টাকা কেজি বিক্রি হয়েছে।
অন্যদিকে রাজধানীর মালিবাগের একটি কাঁচাবাজারের সবজি বিক্রেতা শহিদুল ইসলাম বলেন, কিছুদিন ধরে টমেটোর দাম অতিরিক্ত বাড়তি যাচ্ছে। সে কারণে দোকানে এখন টমেটো তুলছি না। এত দাম দিয়ে ক্রেতারা কেউ টমেটো কিনতে চায় না, অল্প আনলেও নষ্ট হয়ে যায়, বিক্রি না হওয়ার কারণে। তাই ছোট ছোট দোকানদার, ভ্যানে সবজি বিক্রেতারা টমেটো তুলছে না। আবার যখন টমেটোর দাম কমবে তখন সব দোকানেই পাওয়া যাবে।
এদিকে ভারতে টমেটোর দাম বেড়েছে ৪০০ শতাংশ। গত জুলাই মাসে ভারতের রাজধানী নয়াদিল্লীর বাজারগুলোতে এক কেজি টমেটো বিক্রি হয়েছে ১৩৮ রূপি করে। কিন্তু ভারতের ভোক্তা অধিকার বিষয়ক সংস্থার ডেটা অনুযায়ী, এবছরের জানুয়ারিতেই টমেটোর দাম ছিলো প্রতি কেজি মাত্র ২৭ রূপি। কৃষক এবং কৃষি বিশেষজ্ঞরা বলছেন, প্রচণ্ড তাপপ্রবাহ এবং ভারী বৃষ্টিপাতের পর পর্যাপ্ত টমেটো উৎপাদন না হওয়ায় বাজারে এটির দাম বৃদ্ধির হার ৪০০ শতাংশেরও বেশি। সূত্র : বিজসেন স্ট্যান্ডার্ড
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।