বিনোদন ডেস্ক : তামিল সিনেমার স্টাইলে হাজির হচ্ছেন চিত্রনায়িকা নুসরাত জাহান জিমু। সঙ্গে আছেন মুন্না খান। আর তাদের পাওয়া যাবে ‘তোর মায়া মুখটা দেখে’ গানের ভিডিওতে। মুন্না খানের কথায় এর সংগীত করেছেন মুন্সি জুয়েল। সুর ও কণ্ঠ দিয়েছেন গগন শাকিব। এর ভিডিও নির্মাণ করেছেন এইচ এম মুন্না।
গানটি প্রসঙ্গে নুসরাত জাহান বলেন, ‘মুন্নার সঙ্গে প্রথম কাজ করলাম। গানটি খুবই ভালো লেগেছে। আশা করি, গানটি সবার ভালো লাগবে।’
মুন্না খান বলেন, ‘কণ্ঠশিল্পী গগন শাকিবের গাওয়া “তোর মায়া মুখটা দেখে” গানটি অসাধারণ। এতে নুসরাত জাহান জিমুর সঙ্গে জুটি বেঁধে কাজ করলাম। তাছাড়া আমার লেখা গানটি নিয়ে দারুণ একটি ভিডিও নির্মাণ করেছেন এইচ এম মুন্না। যে স্টাইলে গানটি করা হয়েছে আমার বিশ্বাস দর্শকের ভালো লাগবেই।’
নির্মাতা বলেন, ‘গানের কথাগুলো এতো সুন্দর করে ফুটিয়ে তুলেছেন মুন্না খান। যেখানে একটু অন্যরকম অনুভূতি পাবেন শ্রোতারা। সেটা মাথায় রেখেই ভিডিওটি নির্মাণ করেছি। দর্শকদের ভালো লাগলেই তৃপ্তি পাব।’
বিগ বস ১৬-তে কত টাকা পারিশ্রমিক সালমান খান? শুনলে চোখ কপালে উঠবে
জানা গেছে, শিগগিরই ‘তোর মায়া মুখটা দেখে’ গানটি প্রকাশ হবে মুন্না খান মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।