স্পোর্টস ডেস্ক : হুট করেই বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক তামিম ইকবাল। চোখের জলে তামিমের বিদায় নেয়ার পরই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারা।
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি তামিমের অবসর ঘোষণার ভিডিও শেয়ার করে লিখেছেন, ‘ভাই!’ সঙ্গে ভালোবাসা ও দুঃখের ইমোজি।
চিত্রনায়ক সিয়াম নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ‘প্রিয় তামিম ভাই, আপনি দেশকে দীর্ঘ ১৬ বছর ধরে সার্ভ করেছেন। কত দারুণসব মুহূর্ত উপহার দিয়েছেন আমাদের!
জহির খানকে ডাউন দ্য উইকেটে মারা ছক্কায় নিজের আবির্ভাবের জানান দেয়া, লর্ডসের অনার্স বোর্ডে বলেকয়ে নিজের নাম ওঠানো, এশিয়া কাপে টানা চার ম্যাচে ফিফটি, চ্যাম্পিয়ন্স ট্রফিতে রানের বন্যা বইয়ে দেয়া, ভাঙা হাত নিয়ে সেই অসামান্য বীরত্ব–কোনটা রেখে কোনটার কথা বলব? খেলাটার প্রতি আপনার প্যাশন, আপনার আবেগ সব সময়ই আমাদের হৃদয় ছুঁয়ে গেছে।’
সিয়াম আরও লেখেন, ‘হ্যাঁ, আপনি পারফেক্ট ছিলেন না। আমরা কেউই তো পারফেক্ট না। আপনার ফর্ম নিয়ে সমালোচনা হয়েছে, ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে কথা হয়েছে। এসব তো জীবনেরই অংশ। কিন্তু আপনার এমন বিদায় আমরা দেখতে চাইনি। আমরা চেয়েছিলাম আপনি মাঠ থেকে বিদায় নেবেন, হাসিমুখে। এমন অশ্রুসিক্ত প্রেস কনফারেন্সের বিদায় আমাদের খারাপ লেগেছে।’
‘এখন পরিবারকে সময় দিন। সবকিছু থেকে বিরতি নিয়ে কামব্যাক করুন বাংলাদেশের ক্রিকেটে, সেটি যেকোনো পরিচয়েই। আরও অনেক কিছু দেয়ার আছে আপনার। অনেক অনেক শুভকামনা আপনার জন্য।’
অভিনেত্রী জাহারা মিতু লিখেছেন, ‘সব সমালোচনা সহ্য করে, ঠান্ডা মাথায়, শেষটা আরও সুন্দর হতে পারত!’
প্রসঙ্গত, আকস্মিক বিদায়ের মধ্য দিয়ে শেষ হলো বাংলাদেশ ক্রিকেটে তামিমের ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের পথচলা। বাংলাদেশ ক্রিকেটে সেরাদের একজন তামিম ইকবাল। ওপেনিংয়ে ছিলেন আস্থা ও নির্ভরতা। টেস্ট, ওয়ানডে কিংবা টি-টোয়েন্টিতে অসংখ্য জয়ে রেখেছেন অবদান। অধিনায়ক হিসেবেও ছিলেন বেশ সফল। তার অধীন ৩৭ ওয়ানডের ২১টিতে জয় পেয়েছে বাংলাদেশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।