স্পোর্টস ডেস্ক : চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে বাদ পড়েছে পাকিস্তান। শিরোপা প্রত্যাশীরা গ্রুপ পর্বেই হেরেছে নবাগত যুক্তরাষ্ট্র ও চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে। সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের গ্রুপ পর্ব থেকে বিদায়ে কথা বলেছেন সাবেক ও বর্তমান অনেক ক্রিকেটার।
এ নিয়ে খারাপ লাগার কথা বলেছেন বাংলাদেশের সেরা ওপেনার তামিম ইকবাল।
নিজের এক্সে টুইট করে তামিম লিখেছেন, ‘বিশ্বকাপ থেকে পাকিস্তান বাদ পড়ায় খারাপ লাগছে। আশা করছি তারা পরেরবার ভালো করবে, শহীদ আফ্রিদির মতো সিনিয়র ক্রিকেটার তাদের পথ দেখাবেন।’
বিশ্বকাপে প্রথমবার অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে হেরে এবারের বিশ্বকাপ শুরু হয়েছিল পাকিস্তানের। নিজেদের দ্বিতীয় ম্যাচেও হারে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে।
প্রথম তিন ম্যাচে পাকিস্তানের একমাত্র জয় কানাডার বিপক্ষে।
প্রথম তিন ম্যাচের দুটি হারার পরও সুপার এইটে যাওয়ার সম্ভাবনা ছিল বাবর-রিজওয়ানদের। কিন্তু ফ্লোরিডায় যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ড ম্যাচ পরিত্যক্ত হওয়ায় বিদায় নিশ্চিত হয় পাকিস্তানের।
রবিবার (১৬ জুন) রাতে নিজেদের শেষ ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান।
ম্যাচটি দুই দলের জন্যই আনুষ্ঠানিকতার। কেননা ইতিমধ্যে পাকিস্তানের ন্যায় বিদায় নিশ্চিত হয়েছে আইরিশদেরও।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।