স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ দলের দেশসেরা ওপেনার তামিম ইকবালের চোটের কারণে দলে ডাক পান তরুণ তানজিদ হাসান তামিম। এশিয়া কাপের মঞ্চে জাতীয় দলের হয়ে অভিষেক হলেও ব্যাট হাতে রানের দেখা পাচ্ছিলেন না তিনি। নিউজিল্যান্ড সিরিজে সিনিয়র তামিম দলে ফিরলেও চোট থেকে পুরোপুরি ফিট না হওয়ায় বিশ্বকাপের দলেও সুযোগ পেয়ে যান জুনিয়র তামিম। জাতীয় দলে সুযোগ পেলেও রানের দেখা না পাওয়ায় তাকে একাদশে রাখায় বেশ সমালোচনার মুখেই পড়ছিলেন বাঁহাতি এই ওপেনার।
অবশেষে সব সমালোচনার জবাব ব্যাট হাতে দিলেন তামিম। শক্তিশালী ভারতের বিপক্ষে আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি, তা-ও আবার মাত্র ৪১ বলে। এই মাইলফলক স্পর্শের মুহূর্তে পুনেতে যেন ২০০৭ বিশ্বকাপের সেই পোর্ট অব স্পেনের ম্যাচের কথায় যেন টাইগার সমর্থকদের মনে করিয়ে দিলেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী বাঁহাতি এই ব্যাটার।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) স্টেডিয়ামে চলমান ওয়ানডে বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে স্বাগতিক ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমেই ইনিংসে উড়ন্ত সূচনা এনে দেন লিটন দাস ও তানজিদ তামিম। দুজন মিলে জুটি গড়ে খেলে পাওয়ার প্লেতে স্কোরবোর্ডে তুলেন ৬৩ রান।
এরপর শার্দুল ঠাকুরের করা ১৪তম ওভারের পঞ্চম বলে সিঙ্গেল নিয়ে ফিফটি পূর্ণ করেন তামিম। মাইলফলক স্পর্শের দিনে ৫ বাউন্ডারির সাথে মারেন ৩টি ছক্কার মার। কিন্তু স্মরণীয় দিনটি আর বেশি দূর নিয়ে যেতে পারেননি তিনি। কুলদ্বীপ যাদবের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে বিদায় নেন তিনি। বিদায়ের আগে ৪৩ বলে খেলেন ৫১ রানের ইনিংস।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।