স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপে ইনজুরির কারণে খেলতে পারছেন না সিনিয়র ক্রিকেটার তামিম ইকবাল। তার জায়গায় দলে নেওয়া হয়েছে তানজিদ হাসান তামিম ও নাঈম শেখকে। ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে তামিম খেললেও তার ইনজুরির কথা মাথায় রেখে দলে বিকল্প ওপেনার রাখা হবে।
এশিয়া কাপে ডাক পাওয়া তরুণ বাঁ-হাতি ওপেনার তানজিদ তামিম জানিয়েছেন, তিনি তামিমকে আইডল মনে করেন। এশিয়া কাপে তিনি ভালো খেলার চেষ্টা করবেন এবং দলে জায়গা ধরে রাখার চেষ্টা করবেন।
বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে এসে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী এই ওপেনার বলেন, ‘নামের সঙ্গে মিল থাকায় ছোট থেকে উনার (তামিম) খেলা দেখা হয়েছে বেশি। উনাকে ফলো করেছি। অবশ্যই উনি আমাদের জন্য আইডল। দেখা হলে তিনিও আমাকে উৎসাহ দেন। চেষ্টা করবো নিজের সেরাটা দেওয়ার। জায়গাটা ধরে রাখার।’
বাংলাদেশ দল মিরপুর স্টেডিয়ামে রুদ্ধদ্বার অনুশীলন করেছে। ম্যাচ পরিস্থিতি তৈরি করা অনুশীলনে মিডিয়ার প্রবেশ সীমিত ছিল। তানজিদ তামিম জানিয়েছেন, অনুশীলনে নিজের খেলাটা খেলতে তাকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছিল।
বগুড়ার এই ছেলে বলেন, ‘গেম সিনারিও উপভোগ করেছি। এতদিন যেভাবে ব্যাটিং করেছি টিম ম্যানেজমেন্ট থেকে আমাকে সেভাবে ব্যাটিং করতে বলা হয়েছিল। আমাকে ফুল স্বাধীনতা দেওয়া হয়েছে। কোচও বলেছেন, এতোদিন যে খেলাটা খেলে এসেছি সেটা খেলার জন্য।। কোন ঘাটতি থাকলে তা নিয়ে কথা বলার জন্য। উনি প্রশ্ন করতে পছন্দ করেন। যাতে সমস্যাগুলো বেরিয়ে আসে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।