টানা ১০ দিন বৃষ্টির সম্ভাবনা

বৃষ্টি

জুমবাংলা ডেস্ক : আগামী ২৩ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত দেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ। সম্প্রতি ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এই তথ্য জানান।

বৃষ্টি

ফেসবুকে মোস্তফা কামাল পলাশ লিখেছেন, এপ্রিলের ২৩ তারিখ থেকে মে মাসের ৩ তারিখ পর্যন্ত বাংলাদেশ ও ভারতের মেঘালয় রাজ্যের সীমান্তের পাহাড়ি এলাকায় ১০ দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা নির্দেশ করছে আবহাওয়ার পূর্বাভাস মডেলগুলো। ফলে ময়মনসিংহ ও সিলেট বিভাগের হাওর এলাকায় পাহাড়ি ঢল নামার প্রবল সম্ভাবনা রয়েছে।

তিনি লিখেছেন, ময়মনসিংহ ও সিলেট বিভাগের হাওর অঞ্চলের নিচু এলাকাগুলোর সব ধান ২৫ এপ্রিলের মধ্যে কেটে ফেলার জন্য অনুরোধ জানাচ্ছি।

অ্যান্ড্রয়েড ফোনের স্মার্টলক

তিনি আরও লিখেছেন, এপ্রিল মাসের ২৩ তারিখ থেকে মে মাসের ১০ তারিখের মধ্যে ২টি শক্তিশালী পশ্চিমা লঘুচাপ বাংলাদেশ ও ভারতের ওপর দিয়ে অতিক্রম করবে যার কারণে শক্তিশালি কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টির হতে পারে।