সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি আবারও বিশ্বের সবচেয়ে নিরাপদ শহর হিসেবে স্বীকৃতি পেয়েছে। ২০২৬ সালে নাম্বিওর বৈশ্বিক সূচকে আবুধাবি টানা দশমবারের মতো শীর্ষে রয়েছে।

জরিপে ১৫০ দেশ ও ৪০০-এর বেশি শহর বিশ্লেষণ করা হয়েছে। বিশেষভাবে দিন বা রাতে একা চলাফেরার নিরাপত্তা ব্যবস্থা এবং অপরাধের অতি নিম্নহারকে গুরুত্ব দেওয়া হয়েছে।
এই সাফল্যের পেছনে মূল ভূমিকা রেখেছে আবুধাবি পুলিশ। তারা কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) সমন্বিত ‘সেফ সিটি’ প্রযুক্তি ব্যবহার করে শহরজুড়ে পর্যবেক্ষণ, তথ্য বিশ্লেষণ ও আগাম অপরাধ শনাক্তকরণের মাধ্যমে এক নিরাপত্তা বলয় তৈরি করেছে।
আবুধাবির পাশাপাশি আরব আমিরাতের অন্যান্য শহর যেমন দুবাই, আজমান, রাস আল-খাইমাহ এবং শারজাহ শীর্ষ দশে রয়েছে। এছাড়া কাতার, মাস্কাট, হেগ এবং তাইপেও নিরাপত্তা সূচকে শক্ত অবস্থান দেখাচ্ছে।
স্মার্ট পুলিশিং এবং প্রযুক্তিগত উদ্ভাবন আবুধাবিকে আধুনিক নগর ব্যবস্থাপনার আন্তর্জাতিক রোল মডেলে পরিণত করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


