জুমবাংলা ডেস্ক : আগামী বৃহস্পতি ও শুক্রবার, টানা ২ দিন দেশের সব বিভাগে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। সংস্থাটি জানিয়েছে, এসময় সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
বুধবার (১৯ মার্চ) আবহাওয়ার নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতি ও শুক্রবার ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।
তবে বৃহস্পতিবার দিনের তাপমাত্রা অপরিবর্তিত ও রাতের তাপমাত্রা বৃদ্ধি পেলেও শুক্রবার সারাদেশে দিনের তাপমাত্রা ২ ডিগ্রি পর্যন্ত কমতে পারে ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা বলেন, প্রী-মনসুনে বৃষ্টির অন্যতম বৈশিষ্ট্য বিদ্যুৎ চমকানো, ঝড়ো হাওয়া বা বজ্রবৃষ্টি। এটা এখন স্বাভাবিক। তবে আগামীকালের চেয়ে শুক্রবার বেশি বৃষ্টি হবে। শনিবার থেকে বৃষ্টি কমে যাবে। শনি অথবা রোববার থেকে তাপমাত্রা আবার বৃদ্ধি পেতে পারে।
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস ছিল তেঁতুলিয়ায়। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস রাজশাহীতে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।